Breaking News

Translate

Sunday, March 29, 2020

পথের ক্ষুধার্ত অবলা প্রাণীর পাশে দাঁড়ালো দীঘা থানার পুলিশ।

নিউজ ফোর সাইড ডেস্ক :: কয়েকদিন ধরে রাজ্যে লক ডাউন এর কারণে সুনসান প্রত্যেক জেলার রাস্তা ঘাট।আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে দীঘায় পর্যটক শূন্য করে করা হয়েছে সেইসঙ্গে বন্ধ সমস্ত দোকানপাট।
(ছবি - সুভাষ মিশ্র)
করনার কোপে একপ্রকার অনাহারে ভুগছে অবলা প্রাণী পথের কুকুর।ডাস্টবিনে খাওয়ায়ের অভাব তাই খেতে পাচ্ছেনা কুকুরের দল।সেদিক থেকে চিন্তা করেই দীঘা থানার পুলিস ও সিভিক মিলে সেই ক্ষুধার্ত কুকুরের মূখে কিছু খাবার তুলে দেওয়ার ছবিও দেখা গেলো দীঘা সমুদ্র সৈকতে এলাকায়।
বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা বিভিন্ন মানুষ নানান জিনিস সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে।কিন্তু পথের ঘোরাফেরা করা কুকুর ঠিকমতো খেতে পাচ্ছে না তাই এমনটাই পদক্ষেপ নিয়েছে দীঘা থানার পুলিস ও সিভিক ভলেন্টিয়ারসরা।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919