(ছবি - সুভাষ মিশ্র)
নিউজ ফোর সাইড ডেস্ক :: দীঘায় এই প্রথম বার ধারাপড়ল বিশালাকার একটি চিল শংকর।জার ওজন প্রায় ৯০০ কেজি।এই বিশালাকার মাছটি তোলার জন্য একটি জেসিপিও ব্যবরহার করতে হয়েছে।এই মাছ বিদেশের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে।তাই দিঘার মোহনা আড়তে কয়েক হাজার টাকায় বিনিময়ে এই চিল শংকর টি বিক্রি হয় বলে জানা গেছে। কয়েক দিন আগেও দুটি চিল শংকর দেখতে পাওয়া গেছিলো।তবে ওই দুটি মিলে ওজন ছিল ৯০০ কেজি।কিন্তু এবার একটির ওজনই ৯০০ কেজি।খবরটি জানা জানি হতেই কৌতূহল সবাই দেখতে ছুটে আসে দীঘা মোহনায়।
নিউজ ফোর সাইড ডেস্ক :: দীঘায় এই প্রথম বার ধারাপড়ল বিশালাকার একটি চিল শংকর।জার ওজন প্রায় ৯০০ কেজি।এই বিশালাকার মাছটি তোলার জন্য একটি জেসিপিও ব্যবরহার করতে হয়েছে।এই মাছ বিদেশের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে।তাই দিঘার মোহনা আড়তে কয়েক হাজার টাকায় বিনিময়ে এই চিল শংকর টি বিক্রি হয় বলে জানা গেছে। কয়েক দিন আগেও দুটি চিল শংকর দেখতে পাওয়া গেছিলো।তবে ওই দুটি মিলে ওজন ছিল ৯০০ কেজি।কিন্তু এবার একটির ওজনই ৯০০ কেজি।খবরটি জানা জানি হতেই কৌতূহল সবাই দেখতে ছুটে আসে দীঘা মোহনায়।
No comments:
Post a Comment