নিউজ ফোর সাইড ডেস্ক :: মৎস দপ্তরের বিশেষ উদ্যোগ।ইলিশ সংরক্ষণ বিষয়ক সচেতনতা শিবির।
রূপোলী শস্য ইলিশ কে নিয়ে মৎস দপ্তরের অভিনব উদ্যোগ।ইলিশ সংরক্ষণ নিয়ে সচেতনতা শিবির আয়োজিত হলো রামনগর ১ ব্লকের দীঘা মোহনায় ফিসার ম্যান এসোসিয়েশনে।
(ছবি - সুভাষ মিশ্র )
অনুষ্টানে সভাপতিত্ব করেন ফিসার ম্যান এসোসিয়েশন এর শ্যামসুন্দর দাস।প্রধান অতিথি ছিলেন রামনগর বিধান সভার বিধায়ক অখিল গিরি ও বিশেষ অথিতি রামনগর ১ এর সভাপতি শম্পা মহাপাত্র।ইলিশের সংরক্ষণ ও খোকা ইলিশ ধরা নিয়ে সচেতনতা মূলক বক্তব্য দেন রাজ্য সরকারের যুগ্ম মৎস অধিকর্তা প্রশান্ত কুমার মান্না ও সহ মৎস অধিকর্তা সুমন সাহা।এই আলোচনা সভায় ট্রলার মালিক ও অনেক মৎস্যজীবী উপস্থিত ছিলেন।ইলিশের আমদানি কমে যাওয়ার জন্য বর্তমান পরিবেশ দূষণ ও মৎসজীবীদের খোকা ইলিশ ধরাকেই দোষারোপ করেন কাঁথি মেরিন এর মৎস অধিকর্তা সুরজিৎ বাগ। বর্তমানে ৯০ মিলিমিটার এর নিচের জলের ফাঁস ব্যবহার বন্ধ ও স্কোয়ার মেস জাল ব্যবহারের কথা বলেন মৎস অধিকর্তা।ইলিশ সংরক্ষণ ও সচেতনতার জন্য বর্তমান রাজ্য সরকার এই বছরই পূর্ব মেদিনীপুরে হিলসা ডাটা কালেক্টর রূপে ১৫ জনকে নিয়োগ করেছে।এছাড়া মৎসজীবীদের সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে এনে তাদের জীবন সুনিশ্চিত করণের কথা বলেন শ্রম দপ্তরের আধিকারিক আশিস মিত্র।এই সুবিধা বিনা খরচে শুধু নাম নথিভুক্ত করণের মাধ্যমেই তারা 2লক্ষ টাকার বীমা পেতে পারবে।
রূপোলী শস্য ইলিশ কে নিয়ে মৎস দপ্তরের অভিনব উদ্যোগ।ইলিশ সংরক্ষণ নিয়ে সচেতনতা শিবির আয়োজিত হলো রামনগর ১ ব্লকের দীঘা মোহনায় ফিসার ম্যান এসোসিয়েশনে।
(ছবি - সুভাষ মিশ্র )
অনুষ্টানে সভাপতিত্ব করেন ফিসার ম্যান এসোসিয়েশন এর শ্যামসুন্দর দাস।প্রধান অতিথি ছিলেন রামনগর বিধান সভার বিধায়ক অখিল গিরি ও বিশেষ অথিতি রামনগর ১ এর সভাপতি শম্পা মহাপাত্র।ইলিশের সংরক্ষণ ও খোকা ইলিশ ধরা নিয়ে সচেতনতা মূলক বক্তব্য দেন রাজ্য সরকারের যুগ্ম মৎস অধিকর্তা প্রশান্ত কুমার মান্না ও সহ মৎস অধিকর্তা সুমন সাহা।এই আলোচনা সভায় ট্রলার মালিক ও অনেক মৎস্যজীবী উপস্থিত ছিলেন।ইলিশের আমদানি কমে যাওয়ার জন্য বর্তমান পরিবেশ দূষণ ও মৎসজীবীদের খোকা ইলিশ ধরাকেই দোষারোপ করেন কাঁথি মেরিন এর মৎস অধিকর্তা সুরজিৎ বাগ। বর্তমানে ৯০ মিলিমিটার এর নিচের জলের ফাঁস ব্যবহার বন্ধ ও স্কোয়ার মেস জাল ব্যবহারের কথা বলেন মৎস অধিকর্তা।ইলিশ সংরক্ষণ ও সচেতনতার জন্য বর্তমান রাজ্য সরকার এই বছরই পূর্ব মেদিনীপুরে হিলসা ডাটা কালেক্টর রূপে ১৫ জনকে নিয়োগ করেছে।এছাড়া মৎসজীবীদের সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে এনে তাদের জীবন সুনিশ্চিত করণের কথা বলেন শ্রম দপ্তরের আধিকারিক আশিস মিত্র।এই সুবিধা বিনা খরচে শুধু নাম নথিভুক্ত করণের মাধ্যমেই তারা 2লক্ষ টাকার বীমা পেতে পারবে।
No comments:
Post a Comment