Breaking News

Translate

Friday, March 6, 2020

দীঘায় টোটো অটো মুখোমুখি সংঘর্ষে আহত ১০ পর্যটক।


(ছবি - সুভাষ মিশ্র)
নিউজ ফোর সাইড ডেস্ক :: মুর্শিদাবাদের রাণীনগর থানার মগ্লিপুর এলাকা থেকে ৪০জনের পর্যটক দল দীঘা বেড়াতে আসে।আজ সকালে ওল্ড দীঘা থেকে তারা উদয় পুরের দিকে  যওয়ার জন্য ৫টি টো টো ভাড়া করে। নিউজ দীঘা রেল স্টেশনের কাছে তাদের একটি টো টো র সামনে হটাৎ একটি অটো চলে আসে।এর ফলে মুখোমুখি সংঘর্ষ লাগে।সংঘর্ষের কারণে টো টো চালক প্রদীপ ভঞ্জ সহ সপ্তম সাহা,সৌরভ ঘোষ, লালন সাহা মোট ১০ জন পর্যটক আহত হয়।আহতদের সাথে সাথে দীঘা হাসপাতালে ভর্তি করা হয়।দীঘা থানার পুলিশ অটো এবং টোটো দুটিকে আটক করে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919