নিউজ ফোর সাইড ডেস্ক :: সরকারি ভাবে লক ডাউন ঘোষণা করার পর থেকেই ছিটে ফোঁটা কয়েকটা এলাকা বাদ দিয়ে আর প্রায় সব জায়গায় মানুষের আনাগোনা একেবারে বন্ধ।তবে আজ পর্যন্ত চালু রাখা হয়েছে বিশেষ কয়েকটি পরিষেবা।
তবে এতে গরীব মানুষ অর্থাৎ যারা দিন অনে দিন খায় তাদের অনেকটাই দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।সেই কথা মাথায় রেখে গতকাল রবিবার,পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ২ দেসপ্রাণ ব্লকে বসন্তিয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বর্তমান রাজ্যে লক ডাউন পরিস্থিতিতে প্রায় ৩০০ জন গরীব গ্রামবাসীকে সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্য যেমন - আলু, চাল, ডাল, বিস্কুট, সাবান,মাস্ক ইত্যাদি বিতরন করা হয়।
এদিন স্থানীয় মানুষদের দ্রব্য বণ্টনের সময় উপস্থিত ছিলেন দেশপ্রান পঃ সঃ-র সহ সভাপতি তরুণ জানা, বি ডি ও - মনোজ মল্লিক, চালতি নগেন্দ্র বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক তথা জেলা পরিষদ অধ্যক্ষ সন্দীপ বেরা প্রমুখ।আগত পরিবারের সদস্যদের মধ্যে গণবন্টানের তত্ত্বাবধান করেন জেলা পরিষদ অধ্যক্ষ সন্দীপ বেরা।
তবে এতে গরীব মানুষ অর্থাৎ যারা দিন অনে দিন খায় তাদের অনেকটাই দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।সেই কথা মাথায় রেখে গতকাল রবিবার,পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ২ দেসপ্রাণ ব্লকে বসন্তিয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বর্তমান রাজ্যে লক ডাউন পরিস্থিতিতে প্রায় ৩০০ জন গরীব গ্রামবাসীকে সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্য যেমন - আলু, চাল, ডাল, বিস্কুট, সাবান,মাস্ক ইত্যাদি বিতরন করা হয়।
এদিন স্থানীয় মানুষদের দ্রব্য বণ্টনের সময় উপস্থিত ছিলেন দেশপ্রান পঃ সঃ-র সহ সভাপতি তরুণ জানা, বি ডি ও - মনোজ মল্লিক, চালতি নগেন্দ্র বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক তথা জেলা পরিষদ অধ্যক্ষ সন্দীপ বেরা প্রমুখ।আগত পরিবারের সদস্যদের মধ্যে গণবন্টানের তত্ত্বাবধান করেন জেলা পরিষদ অধ্যক্ষ সন্দীপ বেরা।
No comments:
Post a Comment