নিউজ ফোর সাইড ডেস্ক :: করোনাভাইরাস মোকাবিলায় আগামীকাল বিকাল ৪ টা থেকে ২৭ তারিখ পর্যন্ত রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার আজ রাত থেকে বন্ধ কলকাতা মেট্রো সেই সঙ্গে বন্ধ করা হয়েছে প্যাসেঞ্জার ট্রেন গুলিও।পূর্ব মেদিনীপুর জেলার তমলুক,হলদিয়া,দীঘা ও কাঁথি শহর বিশেষ লক ডাউনের আয়তা য় রয়েছে । তবে জরুরি ভিত্তিক যে সমস্ত পণ্য রয়েছে সেগুলো সবই পাওয়া যাবে।মুদির দোকান,সরকারি রেশন দোকান,ওষুধ দোকান খোলা থাকবে।
তবে সরকার তরফ থেকে এও জানানো হয়েছে একজায়গায় সাত জনের বেশি জমায়েত হওয়া যাবেনা।এর মূল কারণ কলকাতায় এখনো পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চার হোয়েছে। যাতে আর আক্রান্তের সংখ্যা না বাড়ে সেদিকে লক্ষ্য রেখে কেন্দ্র সরকারকে দেশের সব রাজ্যের সাথে কনফারেন্স করে এমনই এক সিধ্যান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও সেই পথে হাঁটছে।মুখ্য সচিব রাজিব সিনহা র পৌরহিত্যে আজ নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে সরকার তরফ থেকে এও জানানো হয়েছে একজায়গায় সাত জনের বেশি জমায়েত হওয়া যাবেনা।এর মূল কারণ কলকাতায় এখনো পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চার হোয়েছে। যাতে আর আক্রান্তের সংখ্যা না বাড়ে সেদিকে লক্ষ্য রেখে কেন্দ্র সরকারকে দেশের সব রাজ্যের সাথে কনফারেন্স করে এমনই এক সিধ্যান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও সেই পথে হাঁটছে।মুখ্য সচিব রাজিব সিনহা র পৌরহিত্যে আজ নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
No comments:
Post a Comment