(ছবি - সুভাষ মিশ্র )
নিউজ ফোর সাইড ডেস্ক ::পিজুস হালদার ৮. হুগলী, চন্ডী তলা থেকে দীঘায় বেড়াতে এসেছে ছেলেকে খুঁজে পেলনা বাবা মা।
ঘটনাটি ঘটে আজ সকলে দীঘার খানিক ঘাটের কাছে।জানা গেছে পিজুস হালদার নামে একটি আট বছরের ছেলে হুগলী চন্ডী তলা থেকে বাবা মায়ের সাথে দীঘায় বেড়াতে এসে ছিলো।নিউ দীঘা খনিকা ঘাটে বাবা মার সাথে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ওই শিশু। নিরুপায় হয়ে শিশুটির বাবা মা দীঘা পুলিশে খবর দেয়।পুলিশের তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যে শিশু টি কে সি বিচের ধারে উদ্ধার করে বাবা মায়ের কাছে পৌঁছে দেয়। কয়েক ঘণ্টা তারা মানসিক ভাবে ভেঙে পড়লেও ছেলেকে পাওয়ার পর তাদের মনে আবার হাসি ফুটেছে।
No comments:
Post a Comment