নিউজ ফোর সাইড ডেস্ক :: এগরা দুবদা অঞ্চলের একটি রেশন দোকানে সরকারি নিয়ম মেনে পরিষেবা দিচ্ছে ডিলার অশোক কুমার পন্ডা।দূরত্ব বজায় রেখে যেমন মাল বণ্টন করছে তেমনি সমস্ত গ্রাহকদের সচেতনতার বার্তা দিয়ে বাড়িতে থাকার অনুরোধ করেছেন।বিনা প্রয়োজনে বাইরে বেরোনো থেকে বিরত থাকার কথা বলেন।
(এগরা)
ঠিক তেমনি কাঁথি শহর এলাকার অনতি দূরে বলিহার পুর গ্রামে কেন্দ্র ও রাজ্য সরকারের নিয়ম মেনেই গ্রাম্য যুবকদের উদ্যোগে চুন দিয়ে দাগ কেটে চলছে রেশন বণ্টন।
(বলিহারপুর)
আবার অন্যদিকে রামনগর থানার খাদাল গোবর এলাকায় ঠিক তার উল্টো ছবি দেখা গেছে।
(রামনগর)
(এগরা)
ঠিক তেমনি কাঁথি শহর এলাকার অনতি দূরে বলিহার পুর গ্রামে কেন্দ্র ও রাজ্য সরকারের নিয়ম মেনেই গ্রাম্য যুবকদের উদ্যোগে চুন দিয়ে দাগ কেটে চলছে রেশন বণ্টন।
(বলিহারপুর)
আবার অন্যদিকে রামনগর থানার খাদাল গোবর এলাকায় ঠিক তার উল্টো ছবি দেখা গেছে।
(রামনগর)
No comments:
Post a Comment