নিউজ ফোর সাইড ডেস্ক :: ডাম্পারকে সাইড দিতে গিয়ে মারুতি ভ্যান ধাক্কা দিলো বাইক আরোহীকে।
(ছবি - সুধীর বেরা)
পূর্ব মেদিনীপুরের জেলার রামনগর থানার বলিশাই বাস স্ট্যান্ডের অনতি দূরে ফিশারি অফিসের কাছে আজ সন্ধ্যা সাতটা নাগাদ দীঘা গামী একটি অমনি ভ্যান ধাক্কা দেয় একটি বাইককে।ওই বাইকে তিন বন্ধু কাঁথি মুখী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে একটি ডাম্পার কে পাশ করতে গিয়ে ওই মোটর সাইকেলে ধাক্কা দেয়।এবং গাড়ীটি পাশের নয়ঞ্জুলিতে নেমে যায়।এর কারণে এক বন্ধু গুরুতর আহত হয়।বাকি দুই বন্ধু সামান্য আহত হয়।ঘটনাটি চোখে পড়তেই পাশাপাশি লোকজন এসে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।কিন্তু গুরুতর আহত বাড় সোলেমান পুরের এক যুবককে কলকাতা পাঠায় হাসপাতাল তরফ থেকে।অন্য দুই বন্ধুর বাড়ি চহাকা তারা এখন বালী সাই হাসপাতালে চিকিৎসাধীন।
(ছবি - সুধীর বেরা)
পূর্ব মেদিনীপুরের জেলার রামনগর থানার বলিশাই বাস স্ট্যান্ডের অনতি দূরে ফিশারি অফিসের কাছে আজ সন্ধ্যা সাতটা নাগাদ দীঘা গামী একটি অমনি ভ্যান ধাক্কা দেয় একটি বাইককে।ওই বাইকে তিন বন্ধু কাঁথি মুখী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে একটি ডাম্পার কে পাশ করতে গিয়ে ওই মোটর সাইকেলে ধাক্কা দেয়।এবং গাড়ীটি পাশের নয়ঞ্জুলিতে নেমে যায়।এর কারণে এক বন্ধু গুরুতর আহত হয়।বাকি দুই বন্ধু সামান্য আহত হয়।ঘটনাটি চোখে পড়তেই পাশাপাশি লোকজন এসে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।কিন্তু গুরুতর আহত বাড় সোলেমান পুরের এক যুবককে কলকাতা পাঠায় হাসপাতাল তরফ থেকে।অন্য দুই বন্ধুর বাড়ি চহাকা তারা এখন বালী সাই হাসপাতালে চিকিৎসাধীন।
No comments:
Post a Comment