(ছবি - সুভাষ মিশ্র)
নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ রাত ১০:৩০ নাগাদ শঙ্কর পুরের শৈবাল চন্দ্ (৪৩) বাইক চালিয়ে দীঘা আসার সময় ফতেপুরের কাছে হঠাৎ এক পথচারী তার বাইকের সামনে চলে আসে।এর কারণে দুজনেই পড়ে যায়।জানা গেছে ওই পথচারীর নাম গৌরহরি দাস(৫৩) তার বাড়ি বিরামপুর। বাইক চালক ও পথচারী দুজনেই আহত হন দমকল কর্মীরা উদ্ধার করে দীঘা হাসপাতালে ভর্তি করেন। পরে রামনগর থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে বাইক টি আটক করেছে।
No comments:
Post a Comment