Breaking News

Translate

Saturday, March 14, 2020

"সার্থকীর" বসন্ত উৎসবে মাতলো শিশুরা।

নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনপুর জেলার "সার্থকী" পরিবারের উদ্যোগে আজ ১৪/০৩/২০২০ শনিবার  উওর ডিহি মুকুন্দপুর এর বাড়কালুয়া শিশু শিক্ষা কেন্দ্রে  আয়োজিত হল বসন্ত উৎসব।শুধু বসন্ত উৎসব নয় এদিন সার্থকী পরিবার এর পক্ষ থেকে বাচ্চাদের সাংস্কৃতিক বিষয়ে উৎসাহ বাড়িয়ে তোলার জন্য   সাংস্কৃতিক বিষয়ক পুস্তক, অঙ্কন বই,রং পেন্সিল, কবিতার বই প্রায় শতাধিক বাচ্চাদের হাতে তুলে দেয়। তার পাশাপাশি স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও  করা হয়।
নাচ, গান এর সাথে রাধা কৃষ্ণ সাজো প্রতিযোগীতার আয়োজনও করা হয়। সব কিছু নিয়ে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল।সার্থকী পরিবারের এই প্রয়াস কে সার্থক করতে এদিন উপস্থিত ছিলেন দেশপ্রাণ ব্লকের সভাপতি তরুণ জানা ,বি.ডি.ও মনোজ মল্লিক মহাশয় সহ এলাকার আরও বিশিষ্ট গুণীজন।

ব্লক সভাপতি এই সংস্থার এমন ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। সার্থকীর কর্ণধার মাননীয়া বৈশালী চক্রবর্তী সহ পুরো পরিবার   জানান  সবাইকে পাশে পেয়ে সার্থকী পরিবার তাদের কাছে  কৃতজ্ঞ। তিনি আরো জানান আগামীদিনে মানুষের পাশে সুখে দুঃখে সাদা সর্বদা দাঁড়াতে চায় এই পরিবার।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919