Breaking News

Translate

Thursday, March 12, 2020

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির মিছিল।

নিউজ ফোর সাইড ডেস্ক :: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির মিছিল।

বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন (ইউজিসি) এর সুপারিশ অনুযায়ী সপ্তম পে কমিশন চালুর দাবিতে বৃহস্পতিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল করল শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ভুটা'র পক্ষ থেকে এদিন প্ল্যাকার্ড হাতে মিছিল করেন তাঁরা। সমিতির সভাপতি মধুমঙ্গল পাল, সম্পাদক দুর্গাশঙ্কর রথ, সহসভাপতি অরিন্দম গুপ্ত প্রমুখের নেতৃত্বে একটি সুসজ্জিত মিছিল ক্যাম্পাস পরিক্রমা করে প্রশাসনিক ভবনের সামনে আসে। নেতৃত্ব বলেন 'এই মিছিলের মাধ্যমে আমরা রাজ্য সরকারকে সপ্তম পে কমিশন এর সুপারিশ কার্যকর করার দাবী জানাচ্ছি।' এদিনের মিছিলে প্রায় সমস্ত বিভাগের প্রতিনিধিই অংশগ্রহণ করেন।
দাবী অবিলম্বে কার্যকর না হলে আগামী দিনে আরো বড়সড় আন্দোলনে যাবেন বলে তাঁরা জানান।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919