নিউজ ফোর সাইড ডেস্ক :: সরকারী বিধি নিষেধ মেনেই আজ প্রত্যেকটি সরকারি স্কুলে চাল ও আলু দেওয়া শুরু করলো শিক্ষকরা।
পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার কুলটিকরী হরে কৃষ্ণ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে আজ সকাল ১০ টা থেকে ছাত্র ছাত্রীদের নামের তালিকা অনুযায়ী তাদের অভিবাবকদের হতে তুলে দেওয়া হয় চাল ও আলু।এদিন বিদ্যালয় পক্ষ থেকে প্রধান শিক্ষক বরুণ কুমার গিরি,সহ শিক্ষক কুন্তল দে ও অন্যান্য শিক্ষিকা গণ চাল ও আলু প্রদান করেন।বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রথমে এসে হাত ধুয়ে খাতায় স্বাক্ষর করার পর চাল ও আলু দেওয়া হয়।সেইসঙ্গে আগত অভিবাবকদের পুনরায় সচেতনতার বার্তা দিয়ে বলেন সারাদিন যতটা সম্ভব বেশ কয়েক বার হাত ধোবেন।মুখ, বার বার হাত দেবেন না,বেশিরভাগ সময় বাড়িতে থাকুন,প্রয়োজন না হলে বাইরে যাবেন না,এক জায়গায় ৭ জনের বেশি থাকবেন না,ভিড় এড়িয়ে চলবেন,হাঁচি হলে মুখে চাপাদিন,অন্যের থেকে দূরে থাকুন ইত্যাদি।তিনি আরো বলেন লক ডাউন হওয়ার কারণে সরকারি ভাবে যে সমস্ত কর্ম সূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করেই আমরা পরিষেবা দিচ্ছি।যাতে কারুর কোনো অসুবিধা না হয় সেদিকেও নজর রাখা হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার কুলটিকরী হরে কৃষ্ণ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে আজ সকাল ১০ টা থেকে ছাত্র ছাত্রীদের নামের তালিকা অনুযায়ী তাদের অভিবাবকদের হতে তুলে দেওয়া হয় চাল ও আলু।এদিন বিদ্যালয় পক্ষ থেকে প্রধান শিক্ষক বরুণ কুমার গিরি,সহ শিক্ষক কুন্তল দে ও অন্যান্য শিক্ষিকা গণ চাল ও আলু প্রদান করেন।বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রথমে এসে হাত ধুয়ে খাতায় স্বাক্ষর করার পর চাল ও আলু দেওয়া হয়।সেইসঙ্গে আগত অভিবাবকদের পুনরায় সচেতনতার বার্তা দিয়ে বলেন সারাদিন যতটা সম্ভব বেশ কয়েক বার হাত ধোবেন।মুখ, বার বার হাত দেবেন না,বেশিরভাগ সময় বাড়িতে থাকুন,প্রয়োজন না হলে বাইরে যাবেন না,এক জায়গায় ৭ জনের বেশি থাকবেন না,ভিড় এড়িয়ে চলবেন,হাঁচি হলে মুখে চাপাদিন,অন্যের থেকে দূরে থাকুন ইত্যাদি।তিনি আরো বলেন লক ডাউন হওয়ার কারণে সরকারি ভাবে যে সমস্ত কর্ম সূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করেই আমরা পরিষেবা দিচ্ছি।যাতে কারুর কোনো অসুবিধা না হয় সেদিকেও নজর রাখা হয়েছে।
No comments:
Post a Comment