নিউজ ফোর সাইড ডেস্ক :: ভিন রাজ্য থেকে আসা মানুষের করোনা ভাইরাস সনাক্ত করণের জন্য পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতালে লম্বা লাইন।
প্রশাসনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে আজ ২২ সে মার্চ রবিবার সকাল ৭ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত যাতে কেউ বাইরে না বেরোয়।সেই বতাবেক মানুষ অনেকটাই সচেতন।সকল থেকেই সুনসান গোটা কাঁথি শহর।যেহেতু আজ যানবাহন চলাচল প্রায় বন্ধ।তাই যারা বাইরে থেকে নিজের বাড়ি ফিরেছেন তারা নিজেদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সকল থেকেই দাড়িয়ে লম্বা লাইনে।হাসপাতাল তরফ থেকে সকল সাত টা করোনা ভাইরাস পরীক্ষা শুরু করা হয়।যেসমস্ত ব্যক্তিদের সর্দি,কাসি, জ্বর আছে তাদের জন্য আলাদা লাইন করে পরীক্ষার ব্যবস্থাও করা হয়।
No comments:
Post a Comment