Breaking News

Translate

Sunday, March 15, 2020

কাঁথি পৌরসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর ডাকে বর্ধিত কর্মীসভা।

নিউজ ফোর সাইড ডেস্ক::  আজ পূর্ব মেদিনীপুরের  কাঁথি পৌরসভা র আসন্ন পৌর নির্বাচনের কর্মী সভাহয় ডরমেটরি মাঠে।এদিনের প্রধান বক্তা ছিলেন এরাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।সেই সঙ্গে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভার সংসদ শিশির অধিকারী,তমলুক লোকসভার সংসদ দিব্যেন্দু অধিকারী,জেলা সভাধিপতি দেবাব্রত দাস,বিধায়িকা বনশ্রী মাইতি,অর্ধেন্দু মাইতি,পৌর প্রধান সৌমেন্দু অধিকারী,উপ পৌর প্রধান সত্যেন্দ্রনাথ জানা,সহ সমস্ত ওয়ার্ডের কাউন্সিলার গণ ও অন্যান্য কর্মী সমর্থকরা।শিশির বাবু তার বক্তব্যে বলেন অতীতে তার রাজনীতি জীবনের কথা।কেন্দ্র সরকারকে আক্রমণ করে বলে "পাঁচ সাল আট মাহিনা গুজার গায়া,কেয়া হুয়া?"অন্যদিকে কর্ম সংস্থানের কথাও তুলে ধরেন।তিনি আরও বলেন ভারতের রাজনীতির সাথে কাঁথি র রাজনীতির তুলনা করেন।আগামী পৌরসভা নির্বাচনে বিরোধী শূন্য করার ডাক দিয়ে তার বক্তব্য শেষ করেন।

পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্যে প্রথমেই  করোনা ভাইরাস থেকে সবাইকে সচেতন হতে বলেন।তারপর এই পৌরসভার হরিজন সম্প্রদায়ের থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষের অবদানের কথা তার বক্তব্যে তুলে ধরেন তিনি আরো বলেন।পৌরপ্রাধন সৌমেন্দুর নেতৃত্বে এই পৌরসভার কাজ অনেকটাই এগিয়ে।যেটুকু কাজ বাকি আছে তা খুব তাড়াতাড়ি শেষ হবে বলে জানান।৯০ সাল থেকে আজ পর্যন্ত এই পুরসভার সমস্ত তথ্য তিনি তার বক্তব্যে বলেন।তিনি ৮৭ সালে রাজিব গান্ধী, ৯৫ সালে জ্যোতি বসুর কাঁথি এসে নির্বাচনী প্রচারের  কথাও তুলে ধরেন।সব শেষে সবাইকে সোস্যাল মিডিয়ার গুজবে কান না দিয়ে নিজের নিজের কাজ করার কথা বলে তার বক্তব্য শেষ করেন।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919