Breaking News

Translate

Tuesday, March 17, 2020

নিখোঁজ ব্যক্তির দেহ মিলল নদীতে।

নিউজ ফোর সাইড ডেস্ক :: নিখোঁজ ব্যক্তির দেহ মিলল নদী থেকে।মৃত ব্যক্তির নাম শিব চন্দ্র দাস বয়স ৩৬বছর।

(ছবি - বিশ্বোজিৎ কাঁড়ার ও কঙ্কন মাজী)
স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যক্তির বাড়ি ঝাড়খন্ড।কিন্তু ব্যবসা সূত্রে তিনি আন্দুলে থাকেন।তিনি মৈনান রুইদাস পাড়া  কালী পূজো উপলক্ষে এসেছিলেন।নদীতে স্নান করতে তলিয়ে যায়।বহু খোঁজা খুঁজির পরও না পেয়ে থানায় নিখোঁজ ডাইরি করা হয়।ঘটনাটি ঘটে গতকাল দুপুর  ২টো নাগাদ। আজ মঙ্গলবার আজ মঙ্গলবার সকালে আমতা এক নম্বর ব্লকে কলিকাতা গ্রামে মুসলিম পাড়ায় নদীতে তার দেহ পাওয়া যায়।পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধারের কাজ চালায়। পরিবারে স্ত্রী ও এক মেয়েকে ছেড়ে চলে যাও়যায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919