Breaking News

Translate

Sunday, March 22, 2020

দেশের প্রধানমন্ত্রী "জনতা কার্ফু" আহ্বানে সাড়া দিয়ে রবিবার সকাল থেকে স্তব্ধ কাঁথি,রামনগর।




(কাঁথি)
নিউজ ফোর সাইড ডেস্ক :: করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে দেশের প্রধানমন্ত্রী "জনতা কার্ফু" আহ্বানে সাড়া দিয়ে রবিবার সকাল ৭টা থেকে স্তব্ধ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহর,সেন্ট্রাল বাস স্ট্যান্ড, খড়্গ পুর বাইপাস,দীঘা বাইপাস।এদিন সকাল থেকে বাজারের দোকানপাট যেমন বন্ধ তেমন রাস্তায় যানবাহনের চলাচল কোন কিছুই চোখে পড়েনি।সাধারণ মানুষ একদম গৃহবন্দি রয়েছেন তাই রাস্তায় কারোর দেখা মেলেনি।ঠিক একই ছবি দেখা গেছে রামনগর বাজার এলাকায়।এদিন সকাল থেকে রামনগর বাজারও পুরো সুনসান।
(রামনগর)



(পানিপারুুল)

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919