নিউজ ফোর সাইড ডেস্ক ::রামনগর সাদী বালক সংঘের পরিচাল নায় গতকাল শনিবার ১ ব্লকের অন্তর্গত সাদী বালক সংঘের পরিচালনায় ও স্বপ্ন প্রয়াস নামে এক সংস্থার ব্যবস্তাপনায় অনুষ্টিত হলো এক সাংস্কৃতিক প্রতিযোগিতা।এদিন আবৃত্তি ও স্বরচিত কবিতা লেখা প্রতিযোগিতার আসর বসেছিলো এই অনুষ্ঠানে।
( ছবি - সুভাষ মিশ্র)
শিশু বিভাগ থেকে সর্ব সাধারণ সব বিভাগেই প্রতিযোগী ছিলো চোখে পড়ার মতো।বিশেষ করে স্বরচিত কবিতা লেখা প্রতিযোগিতা নিয়ে উৎসাহ ছিলো দেখার মতো যা রামনগর এলাকায় এই প্রথম বার।বিচারক রূপে উপস্থিত ছিলেন স্বপ্ন প্রয়াস এর সাংস্কৃতিক সম্পাদক মেহবুব গায়েন।সম্পাদক অপর্ণা দাস চক্রবর্তী,ও শিক্ষক রাজীব কুমার নন্দী।অনুষ্টানে সাদী বালক সংঘের সম্পাদক ননিগোপাল পাল ও স্বপ্ন প্রয়াস এর সম্পাদক কৌশিক পাল সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীলু পাঁজা।
( ছবি - সুভাষ মিশ্র)
শিশু বিভাগ থেকে সর্ব সাধারণ সব বিভাগেই প্রতিযোগী ছিলো চোখে পড়ার মতো।বিশেষ করে স্বরচিত কবিতা লেখা প্রতিযোগিতা নিয়ে উৎসাহ ছিলো দেখার মতো যা রামনগর এলাকায় এই প্রথম বার।বিচারক রূপে উপস্থিত ছিলেন স্বপ্ন প্রয়াস এর সাংস্কৃতিক সম্পাদক মেহবুব গায়েন।সম্পাদক অপর্ণা দাস চক্রবর্তী,ও শিক্ষক রাজীব কুমার নন্দী।অনুষ্টানে সাদী বালক সংঘের সম্পাদক ননিগোপাল পাল ও স্বপ্ন প্রয়াস এর সম্পাদক কৌশিক পাল সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীলু পাঁজা।
No comments:
Post a Comment