নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহাকুমার দীঘা বাইপাস এর অনতি দূরে ধর্মদাসবার তেল পাম্পের কাছে আবর্জনার মধ্য থেকে উদ্ধার হলো বস্তা বন্দী সদ্যজাত শিশু।
স্থানীয় সূত্রে জানা গেছে আজ বিকাল পাঁচটা নাগাদ দীঘা রাস্তা এন এইচ 116 বি এর পাশে মহাকুমার আবর্জনা স্তূপের মধ্যে একটি বস্তা বন্দী সদ্যজাত শিশুকে শুকর খুবলে খাছিলো।এমন সময় স্থানীয় মানুষ দেখতে পায়।কাছে গিয়ে দেখে শিশুটি মৃত শুকর তার একটি হাত ছিন্ন ভিন্ন করে দিয়েছে। পর পর জানা জানি হতে মানুষের ভিড় জমতে থাকে। পুলিশে খবর দেওয়া হলে কাঁথি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।তবে কে বা কারা কেনো এমন অমানবিক কাজ করলো? তা নিয়ে ধোয়াসা রয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে আজ বিকাল পাঁচটা নাগাদ দীঘা রাস্তা এন এইচ 116 বি এর পাশে মহাকুমার আবর্জনা স্তূপের মধ্যে একটি বস্তা বন্দী সদ্যজাত শিশুকে শুকর খুবলে খাছিলো।এমন সময় স্থানীয় মানুষ দেখতে পায়।কাছে গিয়ে দেখে শিশুটি মৃত শুকর তার একটি হাত ছিন্ন ভিন্ন করে দিয়েছে। পর পর জানা জানি হতে মানুষের ভিড় জমতে থাকে। পুলিশে খবর দেওয়া হলে কাঁথি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।তবে কে বা কারা কেনো এমন অমানবিক কাজ করলো? তা নিয়ে ধোয়াসা রয়েছে ।
No comments:
Post a Comment