নিউজ ফোর সাইড ডেস্ক :: রামনগর ১ ব্লক তৃণমূল কংগ্রেস সমবায় সেল এর অন্তর্গত হলদিয়া ১ অঞ্চল সমবায় সেল এর আলোচনা সভা অনুষ্টিত হলো শনিবার।হলদিয়া১ গ্রাম পঞ্চায়েত এর পার্শবর্তী সুশীল শী এর বাড়িতে অনুষ্টিত হওয়া সভায় প্রধান মুখ ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি দেবব্রত দাস ও পঞ্চায়েত সমিতির সদস্যা সুরঞ্জনা মাইতি।এদিন বহু সমর্থক এর উপস্থিতিতে সমবায় সেল এর সভা অনুষ্টিত হয়।
দলীয় সমর্থমরা তাদের মতামত তুলে ধরেন জেলা সভাধিপতি র সামনে।সভাধিপতি তাঁর বক্তব্যে দলের সার্বিক সাফল্যের দিক তুলে ধরার পাশা পাশি সঙ্ঘ বদ্ধ ভাবে দল কে এগিয়ে নিয়ে যাওয়ার দিশা দেখান।এই সভায় অন্যান্য দের মধ্যে ছিলেন সমবায় সেল এর সভাপতি সমরেন্দ্র মাইতি, ব্লকের বিদ্যুৎ কর্মাধক্ষ মদন মোহন গিরি,মুরারী মল্লিক,সাদী পূর্ব ও পশ্চিম এর সদস্যা বীনা রানী গিরি ও লক্ষীপ্রিয়া পাল এছাড়াও উপপ্রধান দেবাশীষ খান্দা।সমবায় সেল এর আলোচনা সভার আহব্বায়ক ছিলেন কেদার নাথ গিরি,ননিগোপাল গিরি,ও সঞ্চালক অনিল গিরি।
দলীয় সমর্থমরা তাদের মতামত তুলে ধরেন জেলা সভাধিপতি র সামনে।সভাধিপতি তাঁর বক্তব্যে দলের সার্বিক সাফল্যের দিক তুলে ধরার পাশা পাশি সঙ্ঘ বদ্ধ ভাবে দল কে এগিয়ে নিয়ে যাওয়ার দিশা দেখান।এই সভায় অন্যান্য দের মধ্যে ছিলেন সমবায় সেল এর সভাপতি সমরেন্দ্র মাইতি, ব্লকের বিদ্যুৎ কর্মাধক্ষ মদন মোহন গিরি,মুরারী মল্লিক,সাদী পূর্ব ও পশ্চিম এর সদস্যা বীনা রানী গিরি ও লক্ষীপ্রিয়া পাল এছাড়াও উপপ্রধান দেবাশীষ খান্দা।সমবায় সেল এর আলোচনা সভার আহব্বায়ক ছিলেন কেদার নাথ গিরি,ননিগোপাল গিরি,ও সঞ্চালক অনিল গিরি।
No comments:
Post a Comment