নিউজ ফোর সাইড ডেস্ক :: ১৪ ই ফেব্রুয়ারী দিনটি একটি ব্যতিক্রমি দিন হিসাবে পালন করলো কাঁথির দেশপ্রান ব্লকের সার্থকী নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা।এই বিশেষ দিনটিতে গতবছর কাশ্মিরের পুলওয়ামায় জঙ্গীদের দ্বারা ঘটে যাওয়া বিষ্ফোরনে বীর শহীদ সেনাজওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন ও দুঃস্থ মানুষদের বস্ত্রদানের আয়োজন করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশপ্রান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুন জানা, সার্থকীর সম্পাদিকা বৈশালী চক্রবর্তী সিডিপিও সাহেব পঞ্চায়েত প্রধান সহ এলাকার বিশিষ্টজনেরা।এদিনের অনুষ্ঠানের প্রথমে জাতীয় পতাকা তুলে ভারতমাতা ও শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।এরপর এলাকার দুঃস্থ প্রায় ১০০ শিশুদের হতে জামাকাপড় ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়।এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দেশপ্রান ব্লকের মানিকপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সভাকক্ষে।সার্থকীর এই মহতিপ্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন আগত বিশিষ্ঠ অতিথি সহ এলাকার মানুষজন।সার্থকীর সম্পাদিকা বৈশালী দেবী জানান,এই ধরনের অনুষ্ঠান করে আমরা খুশি।আমরা সারাবছর মানুষের পাশে থেকে কাজ করতে চাই।বিশেষকরে পিছিয়েপড়া মহিলাদের অর্থনৈত্যিকভাবে সাবলম্বি করতে আপ্রান প্রয়াস চালিয়ে যাবে এই সার্থকী সংস্থা।সেই সঙ্গে আমরা কোনোদিন ভারত মায়ের বীর সন্তানদের ভুলবোনা।যাঁরা শহীদ হয়েছেন তাঁদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা চিরকালই থাকবে।
এদিন রামনগর এর পানিপারুল সংলগ্ন এলাকায় কুলটিকরি স্কুল গ্রাউন্ডে শহিদ স্মরণে কুলটিকরি গ্রামবাসিরা শোকসভার আয়োজন করে।মোমবাতি জ্বালিয়ে এবং নিরবতা পালন করে শহীদ জাওয়ান দের স্রধ্যা জ্ঞাপন করেন।
No comments:
Post a Comment