নিউজ ফোর সাইড ডেস্ক ::আজ জেলা শিশু সুরক্ষা ইউনিটের উদ্যোগে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এগরা ২ ব্লকের পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুলে বাল্যবিবাহ,শিশুপাচার,যৌন অপরাধ সহ বিভিন্ন সমস্যা নিয়ে সচেতনতা শিবির আয়োজিত হয়।
এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা শিশু কল্যাণ কমিটির চেয়ারপারসন ডঃ দিলীপ দাস,এগরা ২ এর বিডিও রানী ভট্টাচার্য্য, জেলা শিশু সুরক্ষা আধিকারিক সারদা গিরি, এগরা ২ পঞ্চায়েতের সভাপতি দীনেশ প্রধান প্রমুখ।উপস্থিত অতিথিরা বর্তমান বিভিন্ন জায়গায় বাল্যবিবাহ,শিশুপাচার,যৌন অপরাধ সহ বিভিন্ন সমস্যা নিয়ে সচেতনতা মূলক কথা বলেন।সেইসঙ্গে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।
No comments:
Post a Comment