নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ উত্তর প্রদেশের অপহৃত নাবালিকা উদ্ধারে সহযোগিতা করল দীঘা থানার পুলিশ।সেইসঙ্গে আটক করা হয় যুবকে। পল্লবী ভরদ্বাজ নামে ১৭ বছর বয়সী ওই নাবালিকা, কাশগঞ্জ, কতুয়ালী, উত্তর প্রদেশের বাসিন্দা।
(ছবি - সুভাষ মিশ্র)
সূত্রে জানা গেছে গত মাসের ৩০ তারিখে পল্লবী নিখোঁজ হয়। উত্তর প্রদেশের পুলিশ তদন্ত করে জানতে পারে নিউ দীঘার এক হোটেলে ঐ এলাকার এক যুবক আরিয়ান কুমারের সাথে রয়েছে। আজ উত্তর প্রদেশের পুলিশ দীঘা থানার সহযোগিতায় হোটেল থেকে উদ্ধার করে নাবালিকা পল্লবী সহ ওই যুবককে।
(ছবি - সুভাষ মিশ্র)
সূত্রে জানা গেছে গত মাসের ৩০ তারিখে পল্লবী নিখোঁজ হয়। উত্তর প্রদেশের পুলিশ তদন্ত করে জানতে পারে নিউ দীঘার এক হোটেলে ঐ এলাকার এক যুবক আরিয়ান কুমারের সাথে রয়েছে। আজ উত্তর প্রদেশের পুলিশ দীঘা থানার সহযোগিতায় হোটেল থেকে উদ্ধার করে নাবালিকা পল্লবী সহ ওই যুবককে।
No comments:
Post a Comment