Breaking News

Translate

Tuesday, February 18, 2020

প্রয়াত অভিনেতা তথা সংসদ তাপস পাল।

নিউজ ফোর সাইড ডেস্ক :: সবাইকে ছেড়ে চিরতরে বিদায় নিলেন অভিনেতা তথা সংসদ তাপস পাল।মঙ্গলবার ভোরে মুম্বাই এর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যু কালে তার বয়স হোয়েছিল ৬১
২০০৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী  হয় কৃষ্ণনগরে।ওই নির্বাচনে জয় লাভ করে সংসদ হন।তবে ২০১৬ সালের শেষের দিকে রোজ ভ্যালি নামক একটি চিটফান্ড এর সাথে যুক্ত থাকার জন্য পুলিশ তাকে গ্রেফতার করে।


ছোট থেকেই অভিনয়ের প্রতি তার অগাধ টান ছিল।২২ বছর বয়েস তার প্রথম অভিনীত ছবি মুক্তি পায় "দাদার কীর্তি"আর তার পরেই "গুরু দক্ষিণা" যা বাঙ্গলি দর্শকদের মনে আজও এক বিশেষ জায়গায় রয়েছে।
এছাড়াও মায়া মমতা,সুরের ভুবন,সমাপ্তি,চোখের আলোর মতো অনেক ছবি তে তিনি অভিনয় করেছেন।১৯৮১ সালে "সাহেব" ছবির জন্য ফ্লিম ফেয়ার এওয়ার্ড পান।শুধু টলিউড নয় বলিউডেও জায়গা করেনিয়েছিলেন তাপস পাল।"অবোধ" ছবিতে মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করে দর্শকের নজর কেড়ে নেন তাপস পাল।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919