নিউজ ফোর সাইড ডেস্ক :: দীঘা শঙ্কর পুর উন্নয়ন পর্ষদের পক্ষে ঘোষণা করা হয়েছে আগামী ১লা মার্চে নিউ দীঘা সবুজের হাট নামে একটি বাজারে বেশ কিছু দোকান ভেঙে সরিয়ে নিতে হবে। নচেৎ পর্যদ ঐ সমস্ত দোকান ভেঙে দেবে।
এই ঘোষণার পর বাজারের ৩ শতাধিক ব্যবসায়ী আজকে নিউ দীঘায় পথসভা ও রাস্তা অবরোধ করে দীঘা।পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা। বাজার কমিটির সভাপতি অরুণ বাবু জানান এই বাজার টি দীর্ঘ ১৫ বছরের। বহু সংখ্যক মানুষ এখানে নানান ব্যবসার সঙ্গে যুক্ত। হঠাৎই তাদের উচ্ছেদ করার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার জন্য তারা বড়ো বিপদের মুখে পড়তে পারে।তাই সমস্ত ব্যবসায়ীদের যাতে সুষ্টু ভাবে সুব্যবস্থা করা যায় সেইকে নজর দিতে বলেন।সেই সঙ্গে আরও বলেন সুব্যবস্থা না হয় তাহলে তারা আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবে।
No comments:
Post a Comment