নিউজ ফোর সাইড ডেস্ক :: দীঘার সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক বাঙালি গৃহ বধূ।নুলিয়া এবং পুলিশের চেষ্টায় তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে বিশ্বজীৎ করনের স্ত্রী সঙ্গীতা করন বয়স ৩০, দীঘা থানার বাঁশবনি গ্রামের বাসিন্দা। পরিবারের সাথে ঝগড়া অশান্তির জেরে সঙ্গীতা আজ দুপুরে ওল্ড দীঘার ২ নম্বর ঘাটে সমুদ্রে ডুবে আত্মহত্যার চেষ্টা করে জলে নেমে যায়।ওই সময় সেখানকার নুলিয়া ও পুলিশ তাকে দেখতে পেয়ে উদ্ধার করে।এবং তাকে দীঘা হাসপাতালে ভর্তি করে।বর্তমান সঙ্গীতা দীঘা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে বিশ্বজীৎ করনের স্ত্রী সঙ্গীতা করন বয়স ৩০, দীঘা থানার বাঁশবনি গ্রামের বাসিন্দা। পরিবারের সাথে ঝগড়া অশান্তির জেরে সঙ্গীতা আজ দুপুরে ওল্ড দীঘার ২ নম্বর ঘাটে সমুদ্রে ডুবে আত্মহত্যার চেষ্টা করে জলে নেমে যায়।ওই সময় সেখানকার নুলিয়া ও পুলিশ তাকে দেখতে পেয়ে উদ্ধার করে।এবং তাকে দীঘা হাসপাতালে ভর্তি করে।বর্তমান সঙ্গীতা দীঘা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
No comments:
Post a Comment