নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ সন্ধ্যায় আবার দীঘার মাইতি ঘাটের কাছে পাথরের খাঁজের মধ্যে পড়ে থাকতে দেখাযায় এক মৃত ডলফিন।
(ছবি - সুভাষ মিশ্র)
সূত্রে জানা গেছে সন্ধ্যার সময় থেকে ওই ডলফিন দেখার পর বনদাপ্তরে খবর দেওয়ার পরেও কেউ আসেনি।এর ফলে এলাকায় দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে।মৃত ডলফিন টি ওজনে আনুমানিক প্রায় পঞ্চাশ কেজি।লম্বায় প্রায় পাঁচ ফুট।এই ডলফিন দেখার জন্য পর্যটকদের রীতিমতো ভিড় জমতে দেখা যায়।
দীঘার সমুদ্রে এই প্রথম নয় এর আগেও কয়েক বার ডলফিন উঠতে দেখা।স্থানীয় মানুষের অনুমান ট্রলারে ধাক্কার লাগার কারণে বার বার এমন ঘটনা ঘটছে।
(ছবি - সুভাষ মিশ্র)
সূত্রে জানা গেছে সন্ধ্যার সময় থেকে ওই ডলফিন দেখার পর বনদাপ্তরে খবর দেওয়ার পরেও কেউ আসেনি।এর ফলে এলাকায় দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে।মৃত ডলফিন টি ওজনে আনুমানিক প্রায় পঞ্চাশ কেজি।লম্বায় প্রায় পাঁচ ফুট।এই ডলফিন দেখার জন্য পর্যটকদের রীতিমতো ভিড় জমতে দেখা যায়।
দীঘার সমুদ্রে এই প্রথম নয় এর আগেও কয়েক বার ডলফিন উঠতে দেখা।স্থানীয় মানুষের অনুমান ট্রলারে ধাক্কার লাগার কারণে বার বার এমন ঘটনা ঘটছে।
No comments:
Post a Comment