Breaking News

Translate

Wednesday, February 26, 2020

বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তীর অপসারণ চেয়ে পোস্টার বিজেপি কর্মীদের।

নিউজ ফোর সাইড ডেস্ক :: বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী নিজেই বিজেপি কর্মীদের উপর  পুলিশিমামলা করলেন।

খেজুরি-2উত্তর মন্ডলের বিগত মন্ডল কমিটির সভাপতি শুভ্রাংশু দাস,বৃন্দাবন দাস(বর্তমান 11নং শক্তিকেন্দ্র প্রমুখ),বিকাস প্রধান(বর্তমান 3নং শক্তিকেন্দ্র প্রমুখ) তিমির পন্ডা(বর্তমান মন্ডল  কমিটির সহসভাপতি)কে পুলিশ গ্রেফতার করেছেন।

কয়েক জন বিজেপি কর্মীদের অভিযোগ অনুপ বাবু দলের কিছু গুরুত্ব পূর্ণ কর্মীদের বাদদিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন।লোকসভা ভোটে যে সমস্ত কর্মীদের হাত ধরে দলকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে গেছিলো আজ কিন্তু সেদিক থেকে দল অনেকটাই দুর্বল হয়ে পড়ছে।তাই দলের কিছু কর্মী বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তীর এই পথ থেকে অপসারণ চেয়ে পোস্টার লাগিয়েছে বলে জানা গেছে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919