Breaking News

Translate

Thursday, February 20, 2020

পূর্ব মেদিনীপুর জেলা পরিদর্শন করলো পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের প্রতিনিধি দল।

নিউজ ফোর সাইড ডেস্ক ::   পূর্ব মেদিনীপুর জেলা পরিদর্শন ও বৈঠক করলো পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের প্রতিনিধি দল ১৯/০২/২০২০ তারিখে  পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের প্রতিনিধি দল পূর্ব মেদিনীপুর জেলা পরিদর্শনে এসেছিলেন, পূর্ব মেদিনীপুরের দুটি উপ সংশোধনাগার পরিদর্শন করেন এবং একটি সদর গৃহ নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি পরিচালিত পরিদর্শন করেন পরিদর্শনের কাছে একটি বৈঠক করেন সেখানে জেলার কাজকর্ম পর্যালোচনা করা হয় এবং জেলার কাজকর্মের সন্তোষ প্রকাশ করেন এবং উৎসাহিত করেন।

এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় , সদস্য প্রফেসর ফার্নান্ডেজ ,দীপান্বিতা হাজারি এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক পার্থ ঘোষ, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ইন্দিরা মুখার্জি,  অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) সুদীপ সরকার, জেলা সমাজ কল্যাণ আধিকারিক শ্রী পূর্ণেন্দু পৌরাণিক ,জেলার চারটি মহাকুমার মহকুমা শাসক, জেলা শিশু কল্যাণ কমিটির সদস্য ,শ্রীমতি রতনেস্বরি পট্টনায়ক, জুভেনাইল জাস্টিস বোর্ডের সদস্য প্রাণ কৃষ্ণ দাস ও শ্রীমতি সর্বানি কর, জেলা শিশু সুরক্ষা আধিকারিক শ্রীমতি সারদা গিরি, জেলা মহিলা সুরক্ষা আধিকারিক সমিতা দে সরকার ও অন্যান্য শিশু সুরক্ষা ইউনিটের আধিকারিক বৃন্দ, জেলার চারটি (ডি. ভি. এ) পারিবারিক সহায়তা কেন্দ্রের (এনজিও দ্বারা পরিচালিত) প্রতিনিধিগণ, ৩টি সাধারণ, একটি জেল, যেখানে মেয়েদেরকে পারিবারিক সমস্যাগুলিকে কাউন্সিলিং করে সমাধান গুলিকে মেটানোর চেষ্টা করা হয়, পারিবারগুলি তারা যাতে সুষ্ঠুভাবে বসবাস করতে পারে তার ব্যবস্থা করা। মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানান উনারাও যে কাজ করেন তার বিবরণ দিয়ে যান,এছাড়া আপনাদের কে বিভিন্ন কার্যকারিতা করার জন্য উপদেশ দেন।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919