নিউজ ফোর সাইড ডেস্ক :: ৫ই ফেব্রুয়ারী বুধবার রামনগর – ১ ব্লকের হীরাপুর দশগ্রাম হাইস্কুলের সুবর্ণজয়ন্তী বর্ষের সূচনা হলো।সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বিদ্যালয় থেকে শুরু করে হীরাপুর, কাবরা, ঠিকরা, বাগমারী, দক্ষিণ কয়া প্রভৃতি গ্রামে পরিক্রমা করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে শেষ হয় ।
শোভাযাত্রায় বিদ্যালয়ের বর্তমান সহ প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী, অভিভাবক-অভিভাবিকা এবং শুভানুধ্যায়ীরা এই কর্মসূচিতে অংশ নেয়। এদিন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে সুবলচন্দ্র প্রধান ও সত্যেন্দ্রনাথ দে উপস্থিত ছিলেন৷ দীঘা বিদ্যাভবনের আশি উত্তীর্ণ প্রবীণ প্রাক্তন শিক্ষক অমূল্য মন্ডল, হীরাপুর সমবায় সমিতির নবীন দে, সত্যরঞ্জন পাত্র প্রমুখ সমগ্র শোভাযাত্রা হেঁটে পরিক্রমা করেন৷ শোভাযাত্রা শেষে বিদ্যালয় চত্বরে আয়োজিত হয় এক অনাড়ম্বর সভা।এই সভায় পৌরোহিত্য করেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রীতিরঞ্জন মাইতি৷সেই সঙ্গে আগত সমস্ত বক্তারা তাদের বক্তব্যে বিদ্যালয়ের পুরনো স্মৃতি ও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন৷ সভা শেষে প্রীতিভোজের পর সুবর্ণজয়ন্তীতে উদ্ভাসিত বিদ্যালয়ের দু’দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়৷
শোভাযাত্রায় বিদ্যালয়ের বর্তমান সহ প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী, অভিভাবক-অভিভাবিকা এবং শুভানুধ্যায়ীরা এই কর্মসূচিতে অংশ নেয়। এদিন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে সুবলচন্দ্র প্রধান ও সত্যেন্দ্রনাথ দে উপস্থিত ছিলেন৷ দীঘা বিদ্যাভবনের আশি উত্তীর্ণ প্রবীণ প্রাক্তন শিক্ষক অমূল্য মন্ডল, হীরাপুর সমবায় সমিতির নবীন দে, সত্যরঞ্জন পাত্র প্রমুখ সমগ্র শোভাযাত্রা হেঁটে পরিক্রমা করেন৷ শোভাযাত্রা শেষে বিদ্যালয় চত্বরে আয়োজিত হয় এক অনাড়ম্বর সভা।এই সভায় পৌরোহিত্য করেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রীতিরঞ্জন মাইতি৷সেই সঙ্গে আগত সমস্ত বক্তারা তাদের বক্তব্যে বিদ্যালয়ের পুরনো স্মৃতি ও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন৷ সভা শেষে প্রীতিভোজের পর সুবর্ণজয়ন্তীতে উদ্ভাসিত বিদ্যালয়ের দু’দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়৷
No comments:
Post a Comment