আজ সকালে পূর্ব মেদিনীপুরের দীঘা সমুদ্র সৈকতে পাথরের মধ্য থেকে উদ্ধার হলো একটি মৃত বিরল প্রজাতির কচ্ছপ।
স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকালে হলিডে হোম ঘাটের কাছে পাথরের মধ্যে ওই কচ্ছপটি দেখতে পেয়ে বন দপ্তরে খবর দেওয়া হয়।বন কর্মীরা তাকে উদ্ধার করে দূরে বালিয়াড়িতে পুঁতে দেন।এই কচ্ছপ গুলি সাধারণত শীত ছাড়ার সময় গভীর সমুদ্র থেকে সৈকতের দিকে ডিম পারার জন্য চলে আসে।ওই সময় ট্রলারের ধাক্কায় কিংবা সেয়াল কুকুরের কবলে পড়ে।এর ফলে পর পর এই সব প্রজাতির প্রাণী বিলুপ্ত প্রায় হতে চলেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকালে হলিডে হোম ঘাটের কাছে পাথরের মধ্যে ওই কচ্ছপটি দেখতে পেয়ে বন দপ্তরে খবর দেওয়া হয়।বন কর্মীরা তাকে উদ্ধার করে দূরে বালিয়াড়িতে পুঁতে দেন।এই কচ্ছপ গুলি সাধারণত শীত ছাড়ার সময় গভীর সমুদ্র থেকে সৈকতের দিকে ডিম পারার জন্য চলে আসে।ওই সময় ট্রলারের ধাক্কায় কিংবা সেয়াল কুকুরের কবলে পড়ে।এর ফলে পর পর এই সব প্রজাতির প্রাণী বিলুপ্ত প্রায় হতে চলেছে।
No comments:
Post a Comment