Breaking News

Translate

Saturday, February 15, 2020

প্রেমিকা প্রেমিককে বিশ খাইয়ে হত্যার চেষ্টায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়

নিউজ ফোর সাইড ডেস্ক :: মেয়ে প্রেমিককে মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা চালালো প্রেমিকা মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার মহম্মদপুর গ্রামে। এই ঘটনার গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পর অভিযোগে ভিওিতে মেয়ের মা সহ পাঁচজনকে গ্রেফতার করে। জানাগেছে ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর গ্রামের রতন মান্না সঙ্গে বেনাউদা গ্রামের এক নবম শ্রেণীর ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুইজনের প্রেম সম্পর্ক দুই পরিবার জানতে পারেন। ছেলে বাড়ি সেই সম্পর্ক মেনে নিলেও কিন্তু মেয়ে বাড়ি সেই সম্পর্ক মেনে নিতে পারেনি। রতনের প্রেমিকা ভগবানপুর মহম্মদপুর স্কুলে নবমশ্রেনীর ছাএী।

এর মধ্যো তার পরিবারের ভগবানপুরে গুড়গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ের দেখাশুনা শুরু করেন। দুই পরিবার বিয়ে জন্য তৈরি হয়। তার মাঝেই ছেলে বাড়ি জানতে পারেন মেয়ে সঙ্গে মহম্মদপুরে এক যুবকের সঙ্গে প্রেম সম্পর্ক রয়েছে। এই কথা জানতে পেরেই সেই সম্পর্ক ভেঙে দেয়। বিয়ের কথা বার্তা বলবে বলে রতনের বাড়িতে আচমায় হাজির হয় মেয়ের মা ও আত্মীয়রা।বাড়িতে বিয়ে এসে জানায় বিয়ে কর্থাবার্তা বলার জন্য এখানে এসেছেন। ছেলে বাবা প্রতিবেশীদের ডাকতে চলে যান। এমনি সময় রতন ও দাদা স্বপনকে মারধর করে মেয়ে পরিবার ও আত্মীয়রা।তারপরে রতনের মুখে জোর করে বিষ ঢেলে দেয় প্রেমিকার মা।  রতনের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে মেয়ের মা ও আত্মীয়রা পালিয়ে যায়।রতনকে দ্রুত উদ্ধার করে ভগবানপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের চিকিৎসক স্থান্তরিত করেন। বৃহস্পতিবার বিকালে তমলুকে একটি বেসরকারী নাসিংহোমে ভর্তি করেন। এখন সঙ্কটজনক অবস্থায় নাসিংহোমে চিকিৎসাধীন রয়েছে বলে জানাগেছে। রাতেই রতনের বাবা ভোলানাথ মান্না ভগবানপুর থানার অভিযোগ দায়ের করেন।অভিযোগে ভিওিতে প্রেমিকা মা সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তরা হল ভগাবপুরের বেনাউদা গ্রামের প্রেমিকা মা ফুলোরা জানা, চন্ডীপুরের আত্মীয় চন্দন মান্না, দুই ছেলে গোপাল মান্না, গোবিন্দ মান্না ও সন্তু মাপা।শুক্রবার অভিযুক্তদের কাঁথি আদালতে হাজির করে পুলিশ। আদালতের বিচারক তাদের জামিন নাকচ করে দেন।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919