নিউজ ফোর সাইড ডেস্ক :: আর মাত্র কয়েকটা দিন আর তার পরেই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা।পরীক্ষা চলবে ১৮ই ফেব্রুয়ারি থেকে ২৭ শে ফেব্রুয়ারি পর্যন্ত।
গত ৪ তারিখ থেকে রাজ্যের প্রতিটি স্কুলে শুরু হয়েছে অ্যাডমিট কার্ড বিতরণ।সেই সঙ্গে চালু করা হয়েছে হেল্প লাইন নম্বর।এই নম্বর চালু থাকবে মাধ্যমিক পরীক্ষার শেষ দিন পর্যন্ত।এই নম্বরে পরীক্ষা সম্বন্ধে কোনো তথ্য বা কোনো সমস্যার সম্মুখীন হলে তা এই নম্বরে জানানো যাবে।
(033-2359-2268)
(033-2359-2274)
কোনো অভিভাবকরা এই নম্বরে জানানো পারবেন কোনো সমস্যার কথা।
গত ৪ তারিখ থেকে রাজ্যের প্রতিটি স্কুলে শুরু হয়েছে অ্যাডমিট কার্ড বিতরণ।সেই সঙ্গে চালু করা হয়েছে হেল্প লাইন নম্বর।এই নম্বর চালু থাকবে মাধ্যমিক পরীক্ষার শেষ দিন পর্যন্ত।এই নম্বরে পরীক্ষা সম্বন্ধে কোনো তথ্য বা কোনো সমস্যার সম্মুখীন হলে তা এই নম্বরে জানানো যাবে।
(033-2359-2268)
(033-2359-2274)
কোনো অভিভাবকরা এই নম্বরে জানানো পারবেন কোনো সমস্যার কথা।
No comments:
Post a Comment