নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুরের তামলুকে আজ মহিলা মোরচারা এস পি অফিস ঘেরাও করে। কয়েক দিন আগে হলদিয়ায় মা মেয়েকে পুড়িয়ে মারা ঘটনার প্রতিবাদে এই ঘেরাও করে। কয়েকশ মহিলা বিজেপি কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ লকেট চট্টোপাধ্যায়।
কিন্তু ওনারা এস পি স্যারের সাথে না দেখা পাওয়ায় আরও ক্ষুব্ধ হন। লকেট চট্টোপাধ্যায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা,বেশ কিছু সংসদ মহিলা,রাজ্যের বিভিন্ন উচ্চ পদে মহিলারা আছেন।তবুও কেনো সমাজে মহিলাদের ক্ষেত্রে এমন ব্যবহার করা হয় এবং তার ন্যায় বিচার হয় না।প্রশাসন যদি কিছু না করে তাহলে নিজেদের মা বোনদের মান ইজ্জত বাঁচাতে নিজেদেরকেই পথে নামতে হবে।যতদিন না এই খুনের সুবিচার হচ্ছে ততদিন বিভিন্ন জায়গায় এই আন্দোলন চলবে।
ভিডিও - মনি শংকর
কিন্তু ওনারা এস পি স্যারের সাথে না দেখা পাওয়ায় আরও ক্ষুব্ধ হন। লকেট চট্টোপাধ্যায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা,বেশ কিছু সংসদ মহিলা,রাজ্যের বিভিন্ন উচ্চ পদে মহিলারা আছেন।তবুও কেনো সমাজে মহিলাদের ক্ষেত্রে এমন ব্যবহার করা হয় এবং তার ন্যায় বিচার হয় না।প্রশাসন যদি কিছু না করে তাহলে নিজেদের মা বোনদের মান ইজ্জত বাঁচাতে নিজেদেরকেই পথে নামতে হবে।যতদিন না এই খুনের সুবিচার হচ্ছে ততদিন বিভিন্ন জায়গায় এই আন্দোলন চলবে।
No comments:
Post a Comment