(ছবি - সুভাষ মিশ্র)
নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ পূর্ব মেদিনীপুরের দীঘা মোহনায় ধরা পড়লো দুটি চিল শঙ্কর মাছ।মাছ দুটি ভূবন বেরার কাঁটায় বিক্রির জন্য নিয়ে আসে। হরেকৃষ্ণ জানা নামে এক ব্যক্তি ও RNS কোম্পানি ওই দুটি চিলসংকর কেনে। একটি ২২ হাজার ও অন্যটি ২৮ হাজার টাকায় বিক্রি হয়। দুটি মাছের ওজন ৯ কুইন্টালের অধিক বলে জানা গেছে স্থানীয় সূত্রে।একই দিনে দুটি এমন বড়ো বড়ো চিল শংকর দেখে রীতিমতো সাড়া পড়েছে দীঘা মোহনায় মাছের আড়ৎ এর কাছে।
নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ পূর্ব মেদিনীপুরের দীঘা মোহনায় ধরা পড়লো দুটি চিল শঙ্কর মাছ।মাছ দুটি ভূবন বেরার কাঁটায় বিক্রির জন্য নিয়ে আসে। হরেকৃষ্ণ জানা নামে এক ব্যক্তি ও RNS কোম্পানি ওই দুটি চিলসংকর কেনে। একটি ২২ হাজার ও অন্যটি ২৮ হাজার টাকায় বিক্রি হয়। দুটি মাছের ওজন ৯ কুইন্টালের অধিক বলে জানা গেছে স্থানীয় সূত্রে।একই দিনে দুটি এমন বড়ো বড়ো চিল শংকর দেখে রীতিমতো সাড়া পড়েছে দীঘা মোহনায় মাছের আড়ৎ এর কাছে।
No comments:
Post a Comment