নিউজ ফোর সাইড ডেস্ক :: বার বার বাধার কারণে স্থগিত রাখতে হয়েছিল ইস্ট ওয়েস্ট মেট্রো রেল পরিষেবা।অবশেষে টা চালু হতে চলেছে চলতি মাসের ১৩ তারিখে।বর্তমান সেক্টর ফাইভ থেকে যুবভারতী পর্যন্ত একটি শর্ট রুটে এই পরিষেবা চালু করার সিধ্যান্ত নিচ্ছে রেল।তবে গত বছরের ডিসেম্বর মাসে চালু করার কথা ছিল কিন্তু হোয়নি।সূত্রে খবর এবার নির্ধারিত দিনেই চালু হবে এই রেল পরিষেবা।
প্রথম দফায় শর্ট রুটে মত ছয় টি স্টেশন রয়েছে।নির্দিষ্ট দিনে রেল পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে আস্তে পারেন কেন্দ্রীয় রেল মন্ত্রী পীযূষ গোয়েল।সোনা যাচ্ছে কেন্দ্রীয় প্রতি মন্ত্রী বাবুল সুপ্রিয় ও উপস্থিত থাকতে পারেন।সেক্টর ৫থেকে ফুলবাগান পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের এই পরিকাঠামো তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৩০০০ কোটি টাকা। ইতি মধ্যে প্রকাশিত হয়েছে ভাড়ার চাট - প্রথম ২কিলোমিটারের জন্য দিতে হবে ৫ টাকা,৫ কিলোমিটারের জন্য ১০ টাকা,১০ কিলোমিটারের জন্য ২০ টাকা,এবং ১৬.৫ কিলোমিটারের জন্য ৩০ টাকা।
প্রথম দফায় শর্ট রুটে মত ছয় টি স্টেশন রয়েছে।নির্দিষ্ট দিনে রেল পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে আস্তে পারেন কেন্দ্রীয় রেল মন্ত্রী পীযূষ গোয়েল।সোনা যাচ্ছে কেন্দ্রীয় প্রতি মন্ত্রী বাবুল সুপ্রিয় ও উপস্থিত থাকতে পারেন।সেক্টর ৫থেকে ফুলবাগান পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের এই পরিকাঠামো তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৩০০০ কোটি টাকা। ইতি মধ্যে প্রকাশিত হয়েছে ভাড়ার চাট - প্রথম ২কিলোমিটারের জন্য দিতে হবে ৫ টাকা,৫ কিলোমিটারের জন্য ১০ টাকা,১০ কিলোমিটারের জন্য ২০ টাকা,এবং ১৬.৫ কিলোমিটারের জন্য ৩০ টাকা।
No comments:
Post a Comment