নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে সৌলা যাবার রাস্তায় বেশ কয়েকটি পুল আছে।তার মধ্যে কয়েকটি পাকা হলেও বাকিগুলি কাঠের আছে।
(ছবি - সৈকত জানা)
পুরুষোওমপুর গ্রামে খালের ওপর
সাধারন মানুষ বা সাইকেল মোটর সাইকেল চলাচল করার জন্য একটি কাঠের পুল তৈরি করা হয়। এই কাঠেরপুলের ওপর দিয়ে সাধারণ মানুষ,সাইকেল,মোটর সাইকেলের জন্য এই ব্যবহার করা হয়।গত চার বছর আগে এই পুলের মেরামত করা হয়েছিলো।বর্তমান এর কাঠপুলের উপর দিয়ে জোর করে মেশিন রিক্সাতে পচুর পরিমানে লোড বোঝাই করে গ্রামবাসীরা পারা পার করে। আজ ঐই যাএীবাহি জীর্ণ কাঠের পুল টির ওপর দিয়ে একটি ধান বোঝাই মেশিন রিক্সা পার হওয়ার সময় হটাৎ পুলের এক অংশ ভেঙে যায়।তাই গ্রামবাসীদের দাবি এমন ভাবে চলতে থাকলে এই পুল আর যাতায়াতের উপযোগী থাকবে না।
(ছবি - সৈকত জানা)
পুরুষোওমপুর গ্রামে খালের ওপর
সাধারন মানুষ বা সাইকেল মোটর সাইকেল চলাচল করার জন্য একটি কাঠের পুল তৈরি করা হয়। এই কাঠেরপুলের ওপর দিয়ে সাধারণ মানুষ,সাইকেল,মোটর সাইকেলের জন্য এই ব্যবহার করা হয়।গত চার বছর আগে এই পুলের মেরামত করা হয়েছিলো।বর্তমান এর কাঠপুলের উপর দিয়ে জোর করে মেশিন রিক্সাতে পচুর পরিমানে লোড বোঝাই করে গ্রামবাসীরা পারা পার করে। আজ ঐই যাএীবাহি জীর্ণ কাঠের পুল টির ওপর দিয়ে একটি ধান বোঝাই মেশিন রিক্সা পার হওয়ার সময় হটাৎ পুলের এক অংশ ভেঙে যায়।তাই গ্রামবাসীদের দাবি এমন ভাবে চলতে থাকলে এই পুল আর যাতায়াতের উপযোগী থাকবে না।
No comments:
Post a Comment