নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ সকালে দীঘা মোহনায় দেখা গেলো এক হাঙ্গর। ওজন ৩৫০ কেজি লম্বায় ১১ ফুট মাপের এই হাঙর টি বাচ্চু সাউর কাঁটায় বিক্রির জন্য মৎস্য জীবিরা নিয়ে আসে।দরদাম হাওয়ার পর শেষপর্যন্ত ৪০ হাজার টাকায় বিক্রি হয়।জানাগেছে কলকাতার এক মৎস্য ব্যবসায়ী ওই মাছটি কেনেন।অন্যদিকে বড়ো আকারের এই মাছটি দেখতে ভীড় জমে দীঘা মোহনায়।এমনকি বেশ কিছু পর্যটকরাও এদিন এই মাছটি চাক্ষুষ করার জন্য দীঘা মোহনার কাছে আসে।
(ছবি - সুভাষ মিশ্র)
(ছবি - সুভাষ মিশ্র)
No comments:
Post a Comment