নিউজ ফোর সাইড ডেস্ক :: গতকালের রেশ না কাটতে কাটতেই আজ আবার নিউ দীঘার মেরিনা ঘাটে জোয়ারের সময় সমুদ্রের জলে স্নান করতে নেমে পাথরে ধাক্কা লেগে ডুবে যাওয়ার সময় নুলিয়ারা উদ্ধার করে দীঘা হাসপাতালে ভর্তি করে।
(ছবি - সুভাষ মিশ্র)
ওই যুবকের নাম পিন্টু দলাই বয়স ৩০, বাগনান, হাওড়া থেকে পিকনিক করতে এসেছিল ৬৫ জনের সাথে।পাথরে ধাক্কা লাগার কারণে মাথা ফেটেছে বলে জানা যায়।পর্যটকদের সবদিক দিয়ে সচেতন করার পরেও কেনো বারবার এমন ঘটনা ঘটেছে?অন্য দিকে নুলিয়াদের তত্পরতার জন্যই বারে বারে অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা পাচ্ছে পর্যটকরা।
(ছবি - সুভাষ মিশ্র)
ওই যুবকের নাম পিন্টু দলাই বয়স ৩০, বাগনান, হাওড়া থেকে পিকনিক করতে এসেছিল ৬৫ জনের সাথে।পাথরে ধাক্কা লাগার কারণে মাথা ফেটেছে বলে জানা যায়।পর্যটকদের সবদিক দিয়ে সচেতন করার পরেও কেনো বারবার এমন ঘটনা ঘটেছে?অন্য দিকে নুলিয়াদের তত্পরতার জন্যই বারে বারে অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা পাচ্ছে পর্যটকরা।
No comments:
Post a Comment