নিউজ ফোর সাইড ডেস্ক :: দীঘা সমুদ্রে স্নান করতে নেমে অসতর্কতার জন্য তলিয়ে যাওয়া কিশোরকে উদ্ধার করলো স্থানিয় নুলিয়ারা।
সূত্রে জানা গেছে হুগলীর বাঁশবেড়িয়া থেকে পরিবারের সাথে দীঘা ঘুরতে আসে মহ: মোক্তার আসরফ তার বয়স ১৩। সমুদ্র স্নান করতে নেমে হটাৎ তলিয়ে যাওয়ার সময় চোখে পড়ে স্থানীয় নুলিয়াদের ।সঙ্গে সঙ্গে তারা উদ্ধার করে নিউ দীঘা মেরিনা ঘাটে নিয়ে আসে।বর্তমান আশরাফ দীঘা হাসপাতালে চিকিৎসাধীন ।
No comments:
Post a Comment