নিউজ ফোর সাইড ডেস্ক :: ঘটনাটি ঘটে আজ ১২.৩০ নাগাদ মেদিনীপুর জেলার দীঘা মোহনায়।সূত্রে খবর এদিন পরিবারের সাথে মান অভিমান করে না জানিয়ে দীঘা এসে সিহক ঘোলা ঘাটের কাছেগভীর সমুদ্রে চলে যায় হাওড়া জেলার উলুবেড়িয়ার ওল্ড হাসপাতাল মোড়ের যুবক কৃষ্ণেন্দু ঘোষ তার বয়স ২৮ বাবার নাম বিশ্বনাথ ঘোষ ।
ওই সময় ওখানে কিছু দূরে কর্মরত দীঘা মোহনা কোস্টাল থানার টিম এবং নিলুয়ারা তাকে ডুবতে দেখে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে।তখনই তাকে নিয়ে দীঘা স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করে।এবং দীঘা থানায় খবর দেয়।উদ্ধার হওয়া যুবকটি বিপিও সেন্টারে কাজ করত।
নিলুয়াদের অনুমান যুবকটি আত্মহত্যার চেষ্টা করেছিল। তবে কোনো এক অজ্ঞাত কারণে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় বলে পরিবারের লোকজন স্থানিয় থানায় অভিযোগ করেন তবে এই যুবক সমুদ্রে ডুবে আত্মহত্যার চেষ্টা করছিল কি না সে বিষয়ে পুলিশ তদন্তে নেমেছে। সেই সঙ্গে থানার পক্ষ থেকে তাদের পরিবারকে সমস্ত খবর জানান হয়।পরিবারের লোকেরা তাকে বাড়ি নিয়ে যাবার জন্য রওনা হয়েছে ।বর্তমানে যুবকটি হাসপাতালে চিকিৎসাধীন।পুরো ঘটনাটি তদন্ত করে এস এই সঞ্জয় কুমার মাইতি এবং দি এম সি পি এস।
ওই সময় ওখানে কিছু দূরে কর্মরত দীঘা মোহনা কোস্টাল থানার টিম এবং নিলুয়ারা তাকে ডুবতে দেখে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে।তখনই তাকে নিয়ে দীঘা স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করে।এবং দীঘা থানায় খবর দেয়।উদ্ধার হওয়া যুবকটি বিপিও সেন্টারে কাজ করত।
নিলুয়াদের অনুমান যুবকটি আত্মহত্যার চেষ্টা করেছিল। তবে কোনো এক অজ্ঞাত কারণে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় বলে পরিবারের লোকজন স্থানিয় থানায় অভিযোগ করেন তবে এই যুবক সমুদ্রে ডুবে আত্মহত্যার চেষ্টা করছিল কি না সে বিষয়ে পুলিশ তদন্তে নেমেছে। সেই সঙ্গে থানার পক্ষ থেকে তাদের পরিবারকে সমস্ত খবর জানান হয়।পরিবারের লোকেরা তাকে বাড়ি নিয়ে যাবার জন্য রওনা হয়েছে ।বর্তমানে যুবকটি হাসপাতালে চিকিৎসাধীন।পুরো ঘটনাটি তদন্ত করে এস এই সঞ্জয় কুমার মাইতি এবং দি এম সি পি এস।
No comments:
Post a Comment