নিউজ ফোর সাইড ডেস্ক :: জীবনের প্রথম বড়ো পরীক্ষা দিতে এসে বিপত্তিতে পড়ল রবীন্দ্রনাথ নস্কর নামে এক ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে বেগড়ি বয়েজ হাই স্কুলের ছাত্র রবীন্দ্রনাথ।মাধ্যমিকের প্রথম পরীক্ষা দেওয়ার জন্যে কলোরা হাই স্কুলে যায়।পরীক্ষা চলা কালীন হটাৎ করে বমি আর পেটের ব্যাথা শুরু হয়।সঙ্গে সঙ্গে বিডিও অফিসে খবর দেওয়া হয়।বিডিও এর উদ্যোগে স্কুলে পৌঁছে যায় মেডিক্যাল টিম।
সেখান থেকে ওই ছাত্রকে নিয়ে যাওয়া হয় হাওড়ার ডমজুর গ্রামীণ হাসপাতালে।কিছুক্ষণ পর ডাক্তারদের চিকিৎসায় একটু সুস্থ বোধ করে রবীন্দ্র।তারপর তাকে পরীক্ষায় বসার অনুমতি দেয় চিকিৎসকরা। পুলিশ পাহারায় হাসপাতালে বসেই পরীক্ষা দেয় রবীন্দ্রনাথ।ডাক্তারদের জিজ্ঞাসাবাদে ছাত্রের বাবা বলেন আগের দিন রাতের খাওয়ার ও সকালে দুধ খাওয়ার কারণেই হোয়ত এমন হলো।
স্থানীয় সূত্রে জানা গেছে বেগড়ি বয়েজ হাই স্কুলের ছাত্র রবীন্দ্রনাথ।মাধ্যমিকের প্রথম পরীক্ষা দেওয়ার জন্যে কলোরা হাই স্কুলে যায়।পরীক্ষা চলা কালীন হটাৎ করে বমি আর পেটের ব্যাথা শুরু হয়।সঙ্গে সঙ্গে বিডিও অফিসে খবর দেওয়া হয়।বিডিও এর উদ্যোগে স্কুলে পৌঁছে যায় মেডিক্যাল টিম।
সেখান থেকে ওই ছাত্রকে নিয়ে যাওয়া হয় হাওড়ার ডমজুর গ্রামীণ হাসপাতালে।কিছুক্ষণ পর ডাক্তারদের চিকিৎসায় একটু সুস্থ বোধ করে রবীন্দ্র।তারপর তাকে পরীক্ষায় বসার অনুমতি দেয় চিকিৎসকরা। পুলিশ পাহারায় হাসপাতালে বসেই পরীক্ষা দেয় রবীন্দ্রনাথ।ডাক্তারদের জিজ্ঞাসাবাদে ছাত্রের বাবা বলেন আগের দিন রাতের খাওয়ার ও সকালে দুধ খাওয়ার কারণেই হোয়ত এমন হলো।
No comments:
Post a Comment