নিউজ ফোর সাইড ডেস্ক :: হারিয়ে যাওয়া নামীদামী কোম্পানির এন্ড্রয়েড ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল এগরা থানার পুলিশ।পুলিশ সূত্রের খবর, রবিবার বেলার দিকে কাঁথি থানার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সিতুন জানা (২৫) এগরা বাজারে এসেছিলেন।
আর ওখানেই সিতুনের একটি ব্র্যান্ডেড এন্ড্রয়েড মোবাইল ফোন হারিয়ে যায়।বহু খোঁজাখুঁজির পর মোবাইল ফোন না পেয়ে অবশেষে এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে সিতুন।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে হারিয়ে যাওয়া নামীদামী এন্ড্রয়েড মোবাইল ফোনটি উদ্ধার করে। এ দিন সন্ধ্যায় মালিকের হাতে তুলে দেয় পুলিশ।তদন্তের নেতৃত্বে ছিলেন এগরার ওসি কাশীনাথ চৌধুরী, অফিসার সোমনাথ শীট ও পুলিশ কর্মী শেখ কুতুবউদ্দিন প্রমুখ।তবে মোবাইল ফোন পেয়ে খুবই আপ্লুত সিতুন জানা।তিনি জানান, সত্যি পুলিশের ভূমিকা খুবই প্রশংসনীয়।আমি অফিসারদের কাছে কৃতজ্ঞ।
আর ওখানেই সিতুনের একটি ব্র্যান্ডেড এন্ড্রয়েড মোবাইল ফোন হারিয়ে যায়।বহু খোঁজাখুঁজির পর মোবাইল ফোন না পেয়ে অবশেষে এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে সিতুন।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে হারিয়ে যাওয়া নামীদামী এন্ড্রয়েড মোবাইল ফোনটি উদ্ধার করে। এ দিন সন্ধ্যায় মালিকের হাতে তুলে দেয় পুলিশ।তদন্তের নেতৃত্বে ছিলেন এগরার ওসি কাশীনাথ চৌধুরী, অফিসার সোমনাথ শীট ও পুলিশ কর্মী শেখ কুতুবউদ্দিন প্রমুখ।তবে মোবাইল ফোন পেয়ে খুবই আপ্লুত সিতুন জানা।তিনি জানান, সত্যি পুলিশের ভূমিকা খুবই প্রশংসনীয়।আমি অফিসারদের কাছে কৃতজ্ঞ।
No comments:
Post a Comment