Breaking News

Translate

Thursday, February 13, 2020

তাম্রলিপ্ত পৌরসভয় সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সচেতনতা শিবির।

নিউজ ফোর সাইড ডেস্ক :: এখন জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠানে সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে কিছু সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হচ্ছে।

তেমনি  আজ তাম্রলিপ্ত পৌরসভার মহেন্দ্র স্মৃতিসৌধ পৌরভবনে জেলা শিশু সুরক্ষায় ইউনিট, জেলা সমাজ কল্যাণ দপ্তর জেলাশাসকের কার্যালয়ে তমলুক পূর্ব মেদিনীপুরের আয়োজক তাম্রলিপ্ত পৌরসভার সহযোগিতায়  বাল্যবিবাহের কুফল এবং শিশুদের বিভিন্ন অধিকার রক্ষার বিষয়ে একটি সচেতনতা শিবির ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ সুদীপ্ত সরকার,তাম্রলিপ্ত পৌরসভার ভাইস চেয়ারপারসন শ্রী দীপেন্দ্র নারায়ণ রায় ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা সমাজ কল্যাণ আধিকারিক পূর্ণেন্দু পৌরাণিক, পূর্ব মেদিনীপুর জেলা শিশু কল্যাণ কমিটির চেয়ারপারসন ডক্টর দিলীপ কুমার দাস, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি, সুমন ঘোষ, জেলা লিগ্যাল কাম প্রবেশন অফিসার আলোক বেরা, জেলা শিশু সুরক্ষা আধিকারিক শ্রীমতি সারদা গিরি, কাম জুভেনাইল জাস্টিস বোর্ডের সদস্য প্রাণ কৃষ্ণ দাস, সর্বানি কর,  জেলা শিশু সুরক্ষা ইউনিটের সমাজকর্মী সুমিতা দাস ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাম্রলিপ্ত মহাকুমার বেশ কয়েকটি এলাকা থেকে আগত প্রায় ১৫০ জন পুরহিত ও মৌলবিকে নিয়ে এই শিবির করা হয়। তাদের সামনে তুলে ধরা হয় সচেতনতা মূলক কিছু তথ্য।ওনাদের সাথে সাথে সমাজে প্রত্যেক পরিবারের অভিভাবকদেরও এই বার্তা পৌঁছে দেয়ার কথা বলা হয়।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919