Breaking News

Translate

Tuesday, February 11, 2020

দিল্লি নির্বাচনে দুরন্ত গতিতে এগিয়ে আপ , পরেই বিজেপি অধারা কংগ্রেস।



নিউজ ফোর সাইড ডেস্ক :: তৃতীয় বারে ম্যাজিক ফিগার ছুঁই ছুঁই আপের।  আজ মঙ্গল বার দিল্লির নির্বাচনের গণনা শুরু হতেই দেখা গেছে আপ ও বিজেপির প্রতিদ্বন্দ্বিতা।আর তার মাঝেই আগেথেকে বুঝতে পেরেই একরকম হার স্বীকার করতে হলো কংগ্রেস ও অন্যান্য দল গুলোকে।কংগ্রেস প্রার্থী মুকেশ শর্মা টুইট করে জানান আমি হার স্বীকার করছি।আমাদের সকল কর্মীদের ও এলাকাবাসী দের ধন্যবাদ জানাচ্ছি।সেই সঙ্গে এই বিকাসপুরী,দিল্লি,উত্তম নগরে উন্নয়নের কাজ আমি করে যাবো।আসা রাখবো এই এলাকায় অবশ্যই সার্বিক উন্নতি হবে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919