নিউজ ফোর সাইড ডেস্ক :: শনিবার বিকেলে রামনগর এক নম্বর ব্লকের গোবরা অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল।দলীয় পতাকা উত্তোলন মধ্যে দিয়ে এদিনের সভা শুরু হয়।
সংগঠন ও সরকারি সুযোগ-সুবিধা সাধারণ মানুষের মধ্যে তুলে দেওয়ার বার্তা দেওয়া হয়। সেই সঙ্গে গঠন করা হয় গোবরা অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেসের কমিটি।গোবরা অঞ্চলে যুব তৃণমূল সভাপতি নির্বাচিত হয় কৌশিক বারিক।ছাত্র যুব সমাজ যারা প্রথম ভোটার ওদের কে এগিয়ে নিয়ে যেতে হবে দলীয় কাজে এই বার্তা দিলেন পূর্ব মেদিনীপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সুপ্রকাশ গিরি।বুথ পর্যায়ে মানুষ কে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।এছাড়াও উপস্থিত ছিলেন গোবরা অঞ্চল প্রধান বিশ্ব মুকুল দে,রামনগর এক ব্লকের সহ সভাপতি নিতাই চরন সার, জেলা পরিষদের সদস্য অশোক বিশাল,শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক,যুব সভাপতি বিশ্ব রঞ্জন মিশ্র, দীপক পয়ড়্যা,উত্তম দাস প্রমুখ।
সংগঠন ও সরকারি সুযোগ-সুবিধা সাধারণ মানুষের মধ্যে তুলে দেওয়ার বার্তা দেওয়া হয়। সেই সঙ্গে গঠন করা হয় গোবরা অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেসের কমিটি।গোবরা অঞ্চলে যুব তৃণমূল সভাপতি নির্বাচিত হয় কৌশিক বারিক।ছাত্র যুব সমাজ যারা প্রথম ভোটার ওদের কে এগিয়ে নিয়ে যেতে হবে দলীয় কাজে এই বার্তা দিলেন পূর্ব মেদিনীপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সুপ্রকাশ গিরি।বুথ পর্যায়ে মানুষ কে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।এছাড়াও উপস্থিত ছিলেন গোবরা অঞ্চল প্রধান বিশ্ব মুকুল দে,রামনগর এক ব্লকের সহ সভাপতি নিতাই চরন সার, জেলা পরিষদের সদস্য অশোক বিশাল,শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক,যুব সভাপতি বিশ্ব রঞ্জন মিশ্র, দীপক পয়ড়্যা,উত্তম দাস প্রমুখ।
No comments:
Post a Comment