নিউজ ফোর সাইড ডেস্ক :: সিপিঅাইএম দেশপ্রাণ এরিয়া কমিটি সহ কেন্দ্রীয় ট্রেডইউনিয়ন সমূহের সম্মিলিত অাহ্বানে অাগামী ৮ ই জানুয়ারী সারাভারত ধর্মঘটের সমর্থনে অাজ মুকুন্দপুর বাজার জুড়ে মহামিছিল ও প্রতিবাদ সভার অায়োজিত হয়।
প্রতিবাদসভা য় সভাপতিত্ব করেন সিপিঅাইএম দেশপ্রাণ এরিয়া কমিটির সম্পাদক সঞ্জিত দাস।বক্তব্য রাখেন সিঅাইটিইউ নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন,কানাই মু্খার্জী, এঅাই টিউসি নেতা রাজকুমার চক্রবর্তী, যুব নেতা তাপস মিশ্র,ক্ষেতমজুর নেতা সেক নুরুল অালি,শিক্ষক নেতা সুতনু মাইতি,ইউনুস অালি, তরুন মাইতি,অাশীষ গিরি, চন্দন দাস,সেক সফিউল অালি,প্রবীর বেরা প্রমুখ।সিপিঅাইএম নেতা মামুদ হোসেন তাঁর বক্তব্যে মুকুন্দপুর থানা গঠন,পলিটেকনিক কলেজে ডিগ্রী প্রযুক্তি কলেজ, কোল্ড স্টোরেজ নির্মান, দেশপ্রাণের জন্মভিটে সংস্কার,দেশপ্রাণ বিশ্ববিদ্যালয় স্হাপন, মহিলা কলেজ স্হাপন সহ কপালকুণ্ডলা গ্রন্হাগারের অনুমোদনের দাবী উত্থাপন করেন।মামুদ হোসেন স্হানীয় দাবীসমূহের পূরনের পাশাপাশি এনপিএ,এনঅার সি বাতিল সহ কেন্দ্রীয়সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে অাগামী ৮ ই জানুয়ারী ধর্মঘটকে সফল করার অাবেদন জানান।
সেই সাথে রাজ্যের তৃনমূল কংগ্রেস সারদা- নারদার দুর্নীতির ফাঁস থেকে বাঁচতে রাস্তায় নেমে ক্যা- ক্যা করছেন অার ধর্মঘটের বিরোধিতা করে বিজেপি কে তুষ্ট করতে চাইছেন। ধর্মঘট সফল করে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের গোপন অাঁতাতের মুখোশ খুলে দেওয়ার অাহ্বান জানান হরপ্রসাদ ত্রিপাঠী।
প্রতিবাদসভা য় সভাপতিত্ব করেন সিপিঅাইএম দেশপ্রাণ এরিয়া কমিটির সম্পাদক সঞ্জিত দাস।বক্তব্য রাখেন সিঅাইটিইউ নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন,কানাই মু্খার্জী, এঅাই টিউসি নেতা রাজকুমার চক্রবর্তী, যুব নেতা তাপস মিশ্র,ক্ষেতমজুর নেতা সেক নুরুল অালি,শিক্ষক নেতা সুতনু মাইতি,ইউনুস অালি, তরুন মাইতি,অাশীষ গিরি, চন্দন দাস,সেক সফিউল অালি,প্রবীর বেরা প্রমুখ।সিপিঅাইএম নেতা মামুদ হোসেন তাঁর বক্তব্যে মুকুন্দপুর থানা গঠন,পলিটেকনিক কলেজে ডিগ্রী প্রযুক্তি কলেজ, কোল্ড স্টোরেজ নির্মান, দেশপ্রাণের জন্মভিটে সংস্কার,দেশপ্রাণ বিশ্ববিদ্যালয় স্হাপন, মহিলা কলেজ স্হাপন সহ কপালকুণ্ডলা গ্রন্হাগারের অনুমোদনের দাবী উত্থাপন করেন।মামুদ হোসেন স্হানীয় দাবীসমূহের পূরনের পাশাপাশি এনপিএ,এনঅার সি বাতিল সহ কেন্দ্রীয়সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে অাগামী ৮ ই জানুয়ারী ধর্মঘটকে সফল করার অাবেদন জানান।
সেই সাথে রাজ্যের তৃনমূল কংগ্রেস সারদা- নারদার দুর্নীতির ফাঁস থেকে বাঁচতে রাস্তায় নেমে ক্যা- ক্যা করছেন অার ধর্মঘটের বিরোধিতা করে বিজেপি কে তুষ্ট করতে চাইছেন। ধর্মঘট সফল করে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের গোপন অাঁতাতের মুখোশ খুলে দেওয়ার অাহ্বান জানান হরপ্রসাদ ত্রিপাঠী।
No comments:
Post a Comment