নিউজ ফোর সাইড ডেস্ক :: খৈরাণ্ডা পি,কে বিদ্যাপীঠের এক্সপোজার ভিজিট।
পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের সহযোগিতায় আজ খৈরাণ্ডা পি,কে, বিদ্যাপীঠ এর একশো কুড়ি জন ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা এক্সপোজার ভিজিট করতে বেরোয়।প্রথমে শংকরপুর তারপর রামনগর এলাহাবাদ ব্যাংক , ইউ বি আই ব্যাংক ,স্টেট ব্যাংক ,রামনগর বিডিও অফিস , রামনগর থানা, তারপর দীঘার সাইনসিটি ,স্টেট জেনারেল হসপিটাল ,অ্যাকুরিয়াম, দীঘা শঙ্করপুর ডেভলপমেন্ট অফিস আরো অন্যান্য অনেক দর্শনীয় স্থান ছাত্র-ছাত্রীরা ভ্রমণ করে।
রামনগর বিডিও অফিসের সভাপতি মহাসয়া সম্পা মহাপাত্রএবং শিক্ষা কর্মদক্ষ কৌশিক বারিক উনারা ছাত্রছাত্রীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প বিডিও অফিসের মাধ্যমে কিভাবে জনগণের কাছে পৌঁছায় তা নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করেন ।এরপর রামনগর থানার ছাত্রছাত্রীরা ঢুকে ও উপস্থিত আধিকারিক মহাশয় ছাত্র-ছাত্রীদেরকে পুলিশের সহায়তা সম্পর্কে বিস্তারিত জানান। এরপর দিঘা সাইন্স সেন্টারে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ,তারামণ্ডল থ্রি ডি শো ইত্যাদি ছাত্রছাত্রীরা বিশেষভাবে আনন্দ উপভোগ করে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় আবেদ আলী মহাসয় ছাত্র-ছাত্রীদের কে এমন একটা ভ্রমনে নিয়ে গিয়ে আনন্দ প্রকাশ করেছেন সেই সাথে বলেছেন এরকম স্থানীয় ভ্রমণ ছাত্র-ছাত্রীদের অনেক কিছু জানতে সহযোগিতা করে।তাই এমন উদ্যোগ।
পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের সহযোগিতায় আজ খৈরাণ্ডা পি,কে, বিদ্যাপীঠ এর একশো কুড়ি জন ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা এক্সপোজার ভিজিট করতে বেরোয়।প্রথমে শংকরপুর তারপর রামনগর এলাহাবাদ ব্যাংক , ইউ বি আই ব্যাংক ,স্টেট ব্যাংক ,রামনগর বিডিও অফিস , রামনগর থানা, তারপর দীঘার সাইনসিটি ,স্টেট জেনারেল হসপিটাল ,অ্যাকুরিয়াম, দীঘা শঙ্করপুর ডেভলপমেন্ট অফিস আরো অন্যান্য অনেক দর্শনীয় স্থান ছাত্র-ছাত্রীরা ভ্রমণ করে।
রামনগর বিডিও অফিসের সভাপতি মহাসয়া সম্পা মহাপাত্রএবং শিক্ষা কর্মদক্ষ কৌশিক বারিক উনারা ছাত্রছাত্রীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প বিডিও অফিসের মাধ্যমে কিভাবে জনগণের কাছে পৌঁছায় তা নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করেন ।এরপর রামনগর থানার ছাত্রছাত্রীরা ঢুকে ও উপস্থিত আধিকারিক মহাশয় ছাত্র-ছাত্রীদেরকে পুলিশের সহায়তা সম্পর্কে বিস্তারিত জানান। এরপর দিঘা সাইন্স সেন্টারে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ,তারামণ্ডল থ্রি ডি শো ইত্যাদি ছাত্রছাত্রীরা বিশেষভাবে আনন্দ উপভোগ করে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় আবেদ আলী মহাসয় ছাত্র-ছাত্রীদের কে এমন একটা ভ্রমনে নিয়ে গিয়ে আনন্দ প্রকাশ করেছেন সেই সাথে বলেছেন এরকম স্থানীয় ভ্রমণ ছাত্র-ছাত্রীদের অনেক কিছু জানতে সহযোগিতা করে।তাই এমন উদ্যোগ।
No comments:
Post a Comment