নিউজ ফোর সাইড ডেস্ক :: শীতের মরশুমে অসহায়- দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেন বিডিও।তিনি হলেন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-১ ব্লকের বিডিও বিষ্ণুপদ রায়।বর্ষবিদায়ের রাতে বিডিও একাই বেরিয়ে পড়লেন সেই অসহায়-দুঃস্থ মানুষদের দেখতে।
এ দিন তিনি রামনগর-১ ব্লক অফিস থেকে শীতবস্ত্র ও খাওয়ার নিয়ে অসহায়- সম্বলহীন মানুষদের মুখে খাওয়ার তুলে দিয়ে মানবিকতার নজির গড়লেন।তিনি রামনগর থেকে দিঘা পর্যন্ত প্রায় কয়েকশো মানুষের মুখে খাওয়ার ও শীতবস্ত্র তুলে দেন।বিডিও বিষ্ণুপদ রায় জানান, "বহু মানুষ ফুটপাতে ঘুমোয়, আবার কেউ রাস্তার ধারে শীতে ঠকঠক করে কাঁপছে।কিন্তু কে দেখবে তাঁদের? তাই সেই অসহায়- দুঃস্থ মানুষদের দেখে আমার খুবই কষ্ট হয়।তাই আমি তাঁদের পাশে দাঁড়াতে এগিয়ে এলাম।" দিঘার এক অসহায় বয়স্ক ব্যক্তি জানান, অনেক বিডিও এসেছেন, আবার অনেকে চলে গেছেন, কিন্তু এভাবে কোন বিডিও আমাদের দেখেননি।ভাবিনি বিডিও সাহেব এতটাই মানবিক।
এ দিন তিনি রামনগর-১ ব্লক অফিস থেকে শীতবস্ত্র ও খাওয়ার নিয়ে অসহায়- সম্বলহীন মানুষদের মুখে খাওয়ার তুলে দিয়ে মানবিকতার নজির গড়লেন।তিনি রামনগর থেকে দিঘা পর্যন্ত প্রায় কয়েকশো মানুষের মুখে খাওয়ার ও শীতবস্ত্র তুলে দেন।বিডিও বিষ্ণুপদ রায় জানান, "বহু মানুষ ফুটপাতে ঘুমোয়, আবার কেউ রাস্তার ধারে শীতে ঠকঠক করে কাঁপছে।কিন্তু কে দেখবে তাঁদের? তাই সেই অসহায়- দুঃস্থ মানুষদের দেখে আমার খুবই কষ্ট হয়।তাই আমি তাঁদের পাশে দাঁড়াতে এগিয়ে এলাম।" দিঘার এক অসহায় বয়স্ক ব্যক্তি জানান, অনেক বিডিও এসেছেন, আবার অনেকে চলে গেছেন, কিন্তু এভাবে কোন বিডিও আমাদের দেখেননি।ভাবিনি বিডিও সাহেব এতটাই মানবিক।
No comments:
Post a Comment