Breaking News

Translate

Tuesday, January 7, 2020

পথ সচেতনতা ২০২০ উথযাপিত হলো কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে।

নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ বিকেল তিনটা নাগাদ শহরের মধ্যে রালি করে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে পথ সচেতনতা উৎযাপন ২০২০ অনুষ্ঠিত হলো।

কাঁথি মহকুমা শাসক শুভময় ভট্টাচার্য এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি পৌর সভার পৌরপিতা সৌমেন্দু অধিকারী,বনশ্রী মাইতি,শুভময় ভট্টাচার্য,ও অন্যান্য পুলিশ আধিকারিক গণ। শ্রীমতি মাইতি তার বক্তব্যে বলেন - আমাদের জীবনের মূল্য অনেক তাই সেদিকে খেয়াল রেখে সচেতন হতে হবে। বর্তমান দিনে সেভ ড্রাইভ সেভ লাইভ একটা জায়গা দখল করেছে এই রাজ্যে।হেলমেট পরা এখন অনেক বেড়েছে।এর কারণ মানুষ আগের থেকে এখন আরি বেশি সচেতন হয়েছে।,আগামীদিনে নিজেরা সাবধান হাওয়্যার সাথে সাথে সবাইকে সাবধান করতে হবে এই দায়িত্য সবাইকে নিতে হবে।সৌমেন্দু অধিকারী তার বক্তব্যে  পরিবহন সম্বন্ধ অনেক কথা বলেন।সেই সঙ্গে 12ই জানুয়ারি বিবেকানন্দ জন্ম জয়ন্তী,মকর সংক্রান্তির অভিনন্দন জানান।সেই সঙ্গে কাঁথি তে পিঠে পুলি মেলার জন্য সবাইকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানান। অনুষ্ঠানের শেষের দিকে পথ নিরাপত্তা বিসায়ক নাটক এগরা কৃষ্টি চক্র পরিবেশনায় "সামাল সামাল জীবন রে" নাটিকাটি পরিবেশিত হয়, জয়গুরু বাউল সম্প্রদায় সচেতনতা মূলক গান পরিবেশন করেন।শেষে পথ সচেতনতা মূলক কুইজ প্রতিযোগিতা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
(ভিডিও লিঙ্ক নিচে
https://youtu.be/5-ErMtmEvYI )

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919